শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৩৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হাবাসের হাতে পড়ে বদলে গিয়েছে মোহনবাগান। বছর শেষের হারের গ্লানি ভুলে জয়ের হ্যাটট্রিকে ফিরেছে। তরতরিয়ে লিগ টেবিলের ওপরের দিকে উঠে পরেছে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সবুজ মেরুন। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্টে একনম্বর স্থান ওড়িশা এফসির দখলে। শনিবার ভুবনেশ্বরে এক এবং দুইয়ের লড়াই। জিতলেই টেবিলের মগডালে উঠে পড়ার সুযোগ থাকবে। আগের দিন ঘরের মাঠে পিছিয়ে পড়েও চার গোলের দাপুটে জয় একলাফে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে কাউকো, কামিন্সদের। মাঝমাঠে অনবদ্য ছিলেন ফিনিশ ফুটবলার। গোলের মধ্যে ফিরেছে বিদেশিরাও। তাই বিপক্ষের ডেরায় হলেও তিন পয়েন্টের কথাই ভাবছেন বাগানের বর্ষীয়ান কোচ। হাবাস বলেন, "ওদের ভাল প্লেয়ার, কোচ আছে। আমাদের টার্গেট পজিটিভ। ম্যাচ জিততে হবে। প্রতিপক্ষকে সমীহ করি। বিপক্ষের গতি ভাল। বেশ কয়েকজন প্লেয়ার সমস্যায় ফেলতে পারে। রয় এবং বাকিদের কন্ট্রোল করতে হবে। ওরা ভাল অবস্থায় আছে। উচ্চমানের ফুটবলার।"
অতীতে তাঁর কোচিংয়ে বাগানে ফুল ফোটান রয় কৃষ্ণ। এবার প্রাক্তন ছাত্রকে রোখার চ্যালেঞ্জ। রয় কৃষ্ণর আলাদা উল্লেখ করলেও জানিয়ে রাখলেন, বিপক্ষের কোনও প্লেয়ারকে নিয়ে অতিরিক্ত ভাবতে চান না। প্রথম লেগে ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারেনি মোহনবাগান। কিন্তু হাবাসের কাছে অতীতের কোনও গুরুত্ব নেই। নির্দিষ্ট দিনই আসল পরীক্ষা। হাবাস বলেন, "আমি বিপক্ষের কোনও নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। নিজের দল নিয়ে ভাবতে চাই। সেটাই গুরুত্বপূর্ণ। ৯০ মিনিটের ওপর রেজাল্ট নির্ভর করে। আগে কি হয়েছে তার গুরুত্ব নেই। এখন পরপর ম্যাচ, আমাদের খুব সতর্ক থাকতে হবে।" কাল লড়াইটা মূলত দুই স্প্যানিশ মগজাস্ত্রের, সার্জিও লোবেরা এবং আন্তোনিও লোপেজ হাবাস। লিগের দুই অন্যতম সেরা কোচের স্ট্র্যাটেজির ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। তবে বিপক্ষকে সমীহ করলেও তাঁর দল শীর্ষস্থান দখলের জন্যই ঝাঁপাবে, এটা জানাতে দ্বিধা করলেন না পোড়খাওয়া কোচ। এই প্রসঙ্গে হাবাস বলেন, "ওড়িশায় গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে। প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। ওরা ভাল জায়গায় আছে। ভাল খেলছে। তবে আমরাও পেশাদার দল। সবাই প্রথম হওয়ায় জন্য লড়াই করে। কেউ দ্বিতীয়, তৃতীয় হওয়ায় জন্য খেলে না। একনম্বরের মানসিকতা নিয়েই খেলতে হবে। রোজ এটা মাথায় রেখেই লড়াই করতে হবে। ছেলেদের সেটা বলেছি।" ওড়িশা ম্যাচেও রোটেশন করে খেলানোর ইঙ্গিত দেন বাগানের স্প্যানিশ কোচ। তবে দলের শেপ যাতে ঠিক থাকে, সেদিকে নজর রাখবেন। ওড়িশার বিরুদ্ধে শুরু করতে পারেন আনোয়ার আলি এবং আশিস রাই। শুক্রবার কলকাতায় প্র্যাকটিস করে ভুবনেশ্বর রওনা দেবে মোহনবাগান দল।
নানান খবর

নানান খবর

রবসনের থেকে ঢের ভাল! অস্কারের ভোটে বসুন্ধরা থেকে ইস্টবেঙ্গলে মিগুয়েল?

লাস্যময়ী অভিনেত্রীকে নিয়ে বিরাট কাণ্ড! আইপিএল চলাকালীন বিতর্কে কোহলি, বাধ্য হলেন এই কাজ করতে

যৌন হেনস্থার ঘটনায় ফেঁসে কেরিয়ার ডুবে গিয়েছিল এই বার্সা তারকার, সেই ঘটনাতেই এবার সামনে এল নতুন আপডেট

পহেলগাঁওয়ের ঘটনার ছায়া এশিয়া কাপে, বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ, সফর নিয়েও অনিশ্চয়তা

এখনও নাকি প্লে অফে যেতে পারে হায়দরাবাদ! কোন অঙ্কে জানুন

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ