আজ ৬১ বছরে পা দিলেন ফারাহ খান। বলিউডের সেই নাম, যাঁর কোরিওগ্রাফি মানেই শুধু নাচ নয়, সঙ্গে ট্রেন্ড, এনার্জি আর স্মরণীয় মুহূর্ত। হাই-এনার্জি মুভ থেকে স্টাইলিশ ভিজ্যুয়াল, ভারতীয় সিনেমার নাচকে নতুন ভাষা দিয়েছেন তিনি। জন্মদিনে ফিরে দেখা যাক ফারাহ খানের কিছু আইকনিক কোরিওগ্রাফি, যেগুলো আজও ডান্স ফ্লোর কাঁপায়।
2
9
ছাঁইয়া ছাঁইয়া (দিল সে): আজও কোটি দর্শকের ‘গো-টু’ ডান্স নাম্বার। ট্রেনের ছাদে শাহরুখ খান ও মালাইকা অরোরার সঙ্গে এই গান শুধু সাহসী কনসেপ্টই নয়, কোরিওগ্রাফির দিক থেকেও যুগান্তকারী। ফারাহ খানের নাচ এখানে অ্যাডভেঞ্চার আর লাবণ্যের নিখুঁত মেলবন্ধনের প্রতীক।
3
9
পহেলা নেশা (জো জিতা ওয়াহি সিকন্দর): এই গানই ফারাহ খানের লিড কোরিওগ্রাফার হিসেবে রাতারাতি জনপ্রিয় করে তোলে। নরম, রোম্যান্টিক মুভমেন্টে আবেগের প্রকাশ প্রমাণ করে, ফারাহ শুধু এনার্জেটিক নাম্বারেই সীমাবদ্ধ নন।
4
9
এক পল কা জিনা (কহো না প্যায়ার হ্যায়) : ‘এয়ার পাম্প’ স্টেপ আজও আইকনিক। এই গানেই বড়পর্দায় প্রথমবার দর্শক দেখেছিলেন হৃতিক রোশনের ডান্স ম্যাজিক আর তার পেছনে ফারাহ খানের কোরিওগ্রাফির বড় অবদান।
5
9
প্রিটি উম্যান (কল হো না হো): রেট্রো ব্রডওয়ে স্টাইলের সঙ্গে বলিউডের রঙ, এই গান ফারাহ খানের বহুমুখিতা তুলে ধরে। হালকা, ফান, স্টাইলিশ। সবকিছুই নিখুঁত ভারসাম্যে।
6
9
দিওয়ানগি দিওয়ানগি (ওম শান্তি ওম): এক গানে ৩০ জনের বেশি তারকা, বলিউডে নজিরবিহীন! এখানে ফারাহ শুধু কোরিওগ্রাফারই নন, পরিচালক হিসেবেও নিজের দক্ষতা দেখিয়েছেন। এই গান আজও তারকাখচিত ইতিহাস।