হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার বেগে এগিয়েছে উত্তর-পশ্চিম দিকে। জানা গিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপটি তামিলনাড়ুর চেন্নাইয়ের দক্ষিণ-দক্ষিণ-পূর্বে প্রায় ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১০ জানুয়ারি দুপুর বা বিকেলের মধ্যে শ্রীলঙ্কার উত্তর উপকূলে ত্রিনকোমালি ও জাফনার মাঝামাঝি স্থলভাগ অতিক্রম করতে পারে। তবে এখনও পর্যন্ত এর প্রভাবে স্থলভাগে কোনও প্রভাব পড়েনি।
3
7
এই গভীর নিম্নচাপের প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গেও। শীতের মরশুমে এবং উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার এক-দু’টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে।
4
7
উত্তরবঙ্গের এক-দু’টি জায়গায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজ্যের অন্য অংশে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম ছিল, বেশিরভাগ জায়গায় স্বাভাবিকের নিচে বা অনেকটা নিচে নেমেছে।
5
7
শুক্রবার দক্ষিণবঙ্গের সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি এলাকার মধ্যে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন রাজ্যের নিম্নস্তরের বায়ুমণ্ডলে উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে বাতাস বইতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা প্রবল।
6
7
আপাতত রাজ্যে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিন রাজ্যের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। দিনের তাপমাত্রাও আগামী দু’দিন রাজ্যের বহু জেলায় স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।
7
7
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সঙ্গে শহরের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হয়নি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি অর্থাৎ দিনভর তাপমাত্রা এর আশেপাশেই থাকবে।তবে সপ্তাহান্ত থেকে আবহাওয়ার বদলের সম্ভাবনা থাকলেও, শুক্রেও জেলায় জেলায় ঘন কুয়াশার আস্তরণ দেখা গিয়েছে সকালের দিকে।