আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন বিসিসিআইয়ের কর্তারা। শুক্রবার মুম্বাইয়ে সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে আলোচনায় বসে বোর্ডের শীর্ষকর্তারা। বৈঠকে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল এবং ভারতীয় এ দলের ব্লুপ্রিন্ট নিয়েও আলোচনা হয়। মিটিং শেষে বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়াকে। বাংলাদেশ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিসিসিআইয়ের সচিব। সাইকিয়া বলেন, 'আমাদের বৈঠক সেন্টার অফ এক্সেলেন্স এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয় নিয়ে ছিল। বাংলাদেশ নিয়ে মন্তব্য করা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।' 

মুম্বইয়ের বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি মিঠুন মানহাস, সহ সভাপতি রাজীব শুক্লা এবং বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সের হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ। সেন্টার অফ এক্সেলেন্সে কয়েকটা গুরুত্বপূর্ণ পদ এখনও ফাঁকা। পদগুলো হল হেড অফ এডুকেশন এবং হেড অফ স্পোর্টস সায়েন্স। শীঘ্রই এই জায়গায় লোক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের তিন মাঠেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। চলছে বিজয় হাজারে ট্রফি‌ও।‌ তাই সেই নিয়ে আলোচনায় বসেন বোর্ড কর্তারা। 

বাংলাদেশ প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে চায় না বাংলাদেশ। তাঁদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। দ্বিতীয়বার এই প্রসঙ্গে চিঠি দেয় বিসিবি। এই বিষয়ে প্রাথমিক ভাবনাচিন্তা করলেও, সূত্রের খবর নিজেদের সিদ্ধান্তে অনড় আইসিসি। ম্যাচ সরাতে চাইছেন না জয় শাহরা। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার করা হবে না বাংলাদেশে। একইসঙ্গে আসন্ন বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন করা হয়। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের এই আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি। মঙ্গলবার ভার্চুয়াল কলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেন আইসিসির আধিকারিকরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।