আজ ৫২ বছরে পা দিলেন ফারহান আখতার। বলিউডের এমন এক বহুমুখী প্রতিভা, যিনি পরিচালক, অভিনেতা, গায়ক ও প্রযোজক সব ভূমিকাতেই নিজের আলাদা ছাপ রেখেছেন। ‘দিল চাহতা হ্যায়’ দিয়ে পরিচালনায় যুগান্তকারী অভিষেক থেকে শুরু করে রক অন-এর মাধ্যমে অভিনয়ে বিস্ফোরক আত্মপ্রকাশ! ফারহানের কেরিয়ার মানেই বারবার নিজেকে ভেঙে নতুনভাবে গড়া। অভিনয়ে পা রেখে তিনি প্রমাণ করেন ক্যামেরার পিছনেই নয়, ক্যামেরার সামনেও তিনি সমান শক্তিশালী।
2
9
রক অন: ফারহান আখতারের অভিনয় ও গায়ক হিসেবে অভিষেক ছিল একেবারেই বিস্ফোরক। ‘আদি’ চরিত্রে এক দ্বিধাগ্রস্ত সঙ্গীতশিল্পীর দ্বিতীয় সুযোগের লড়াই দর্শকদের গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। গান আর অভিনয়, দু'টোতেই তিনি দেখিয়েছিলেন অনবদ্য সংবেদনশীলতা।
3
9
জিন্দেগি না মিলেগি দোবারা: হৃতিক রোশন ও অভয় দেওলের উপস্থিতির মধ্যেও এই রোড-ট্রিপ ছবিতে ফারহানের চরিত্রই ছিল সবচেয়ে প্রাণবন্ত। ফ্রি-স্পিরিটেড, রসিক আর ফ্লার্টি বন্ধুর ভূমিকায় তিনি হয়ে উঠেছিলেন ছবির প্রাণ।
4
9
ভাগ মিলখা ভাগ: এই ছবিতে ফারহান নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন। কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের চরিত্রে তাঁর শারীরিক ও মানসিক রূপান্তর ছিল চোখধাঁধানো। দর্শক থেকে সমালোচক, সবার কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছিল এই বায়োপিক।
5
9
লাক বাই চান্স: বলিউডে সফল হওয়ার লড়াইয়ের গল্পে বিক্রম চরিত্রে ফারহান দেখিয়েছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেতার ভিতরের টানাপোড়েন। বাস্তবধর্মী অভিনয় আজও আলাদা করে মনে রাখার মতো
6
9
কার্তিক কলিং কার্তিক: এই মনস্তাত্ত্বিক থ্রিলারে কার্তিক চরিত্রে তাঁর অভিনয় ছিল রহস্যময় ও স্তরযুক্ত। একেবারে আলাদা ঘরানায় গিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন ফারহান।
7
9
দ্য স্কাই ইজ পিঙ্ক: এক বাস্তব জীবনের মর্মস্পর্শী গল্পে আয়েশার বাবার চরিত্রে ফারহান দেখিয়েছিলেন এক সংবেদনশীল, যন্ত্রণাক্লিষ্ট পিতার আবেগ। এই চরিত্রে তাঁর সংযত অভিনয় দর্শকদের চোখ ভিজিয়েছিল।
8
9
তুফান: ‘ভাগ মিলখা ভাগ’-এর পর আবার স্পোর্টস ড্রামায় ফেরা। অনাথ, রাস্তায় বড় হওয়া এক যুবকের বক্সার হয়ে ওঠার গল্পে ফারহানের শারীরিক পরিশ্রম ও দৃঢ়তা স্পষ্ট ছিল।
9
9
৫২-তে পৌঁছেও ফারহান আখতার থেমে নেই। কখনও ক্যামেরার পিছনে, কখনও সামনে পরীক্ষা-নিরীক্ষা আর নতুন গল্প বলাই তাঁর আসল শক্তি। জন্মদিনে তাই শুধু বয়স নয়, উদযাপন তাঁর বহুমুখী শিল্পীসত্তার এক দীর্ঘ, সমৃদ্ধ যাত্রা।