আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। শুক্রবার সন্ধেয় নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হয় উইমেন্স প্রিমিয়ার লিগের চতুর্থ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে ছিল জাঁকজমক ওপেনিং সেরেমনি। দু'মাস আগে এই স্টেডিয়ামেই বিশ্বকাপ জেতে ভারতের মেয়েরা। যা মেয়েদের ক্রিকেটে আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ডব্লুপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেডিয়ামে ভিড় জমায় ক্রিকেট ভক্তরা। সন্ধে সাড়ে ছ'টায় শুরু হয় জমকালো অনুষ্ঠান। তারকাখচিত লাইন আপ। প্রথমেই স্টেজ মাতান জ্যাকলিন ফার্নান্দেজ। লাল পরি, ইয়ার না মিলে, বেসুসের গানের তালে কোমর দোলান। জুভেন্টাসের জার্সি পরেও পারফর্ম করেন বলিউডের তারকা অভিনেত্রী।
শুক্র সন্ধেয় মেয়েদের আইপিএলের মঞ্চ মাতিয়ে দেন ইয়ো ইয়ো হানি সিং। তাঁর হিট গান ব্লু আইজ, লুঙ্গি ড্যান্স, পার্টি অল নাইটের তালে তাল মেলায় গোটা স্টেডিয়াম। ডাগআউটে দুই অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার মাঝে বসে গাইতে দেখা যায় হানি সিংকে। হাসিমুখে সেটা উপভোগ করেন দুই মহিলা তারকা। উদ্বোধনী অনুষ্ঠানের গ্ল্যামার বাড়িয়ে দেন ২০২১ সালের মিস ইউনিভার্স হারনাজ কৌর সান্ধু। শেষদিকে তিনিও যোগ দেন। একসঙ্গে মঞ্চ ভাগ করে নেন জ্যাকলিন, হানি সিং এবং হারনাজ। ক্ষনিকের বিনোদনের পর আসল ফোকাস ফেরে ক্রিকেটে।
শুক্রবার থেকে ট্রফির জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। তালিকায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়ার্স। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানা। মেয়েদের আইপিএলের নকআউট পর্বে হবে বরোদায়। তিন পূর্ণ করে চারে পা দিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। তার সঙ্গে মানানসই ছিল এদিনের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের মেয়েরা বিশ্বকাপ জেতার পর মেয়েদের ক্রিকেট নিয়ে জনসাধারণের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। যা এবারের টুর্নামেন্টকে এক অন্য মাত্রা দেবে। ফেভারিট হিসেবেই শুরু করছে দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যে ধরনের উন্মাদনা দেখা গিয়েছে, এবারের লিগ সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে। লিগের প্রাথমিক পর্ব হবে মুম্বইয়ে। নকআউট পর্ব হবে বরোদায়। খেতাব ধরে রাখতে চাইবে মুম্বই। এদিকে পরপর তিনবার ফাইনালে উঠলেও ট্রফি অধরা দিল্লি ক্যাপিটালসের। এবার নতুন অধিনায়ক জেমাইমা রডরিগেজের হাত ধরে স্বপ্নপূরণ করতে চাইবে দিল্লি।
