দেশীয় ফিউচার মার্কেটে বৃহস্পতিবার সকালে সোনার দামে পতন দেখা গেছে। মার্কেন্টাইল এক্সচেঞ্জে জানুয়ারি সোনার ফিউচার ০.২৫% কমে প্রতি ১০ গ্রামে ১,৩৭,৬৬৩ ছিল। একই সময়ে রুপোর ফিউচার ০.৩৩% কমে প্রতি কেজি ২,৪৯,৭৭৯ টাকা আসে।
2
8
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ট্রেজারি বন্ড ইয়িল্ড পুনরুদ্ধারের ফলে মূল্যবান ধাতুর বাজারে লাভ তুলে নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। তবে এই পরিস্থিতি কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না।
3
8
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডলার সূচক দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে লেনদেন করছে। এটি বিদেশি ক্রেতাদের জন্য সোনা কিনতে ব্যয়বহুল করে তুলেছে। অন্যদিকে মার্কিন ১০ বছরের বেঞ্চমার্ক ট্রেজারি ইয়িল্ড বুধবারের এক সপ্তাহের নিম্নতম স্তর থেকে ফিরে এসেছে।
4
8
গত সেশনে ডেলিভারির সোনা ০.৭% কমেছিল এবং ডেলিভারির রুপোর দাম ৩%–এর বেশি পড়ে গিয়েছিল। তবে মার্কিন চাকরি সংক্রান্ত ঘটনার জেরে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা বাজারে ক্ষতি কিছুটা সীমিত করেছে।
5
8
মার্কিন শ্রম দপ্তর জানিয়েছে, নভেম্বর মাসে জব ওপেনিং ৩,০৩,০০০ কমে ৭.১৪৬ মিলিয়নে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর ২০২৪–এর পর সর্বনিম্ন। অক্টোবরে জব ওপেনিংকেও সংশোধন করে নিচে নামানো হয়েছে।
6
8
এখন বাজারের নজর শুক্রবারের নন–ফার্ম পেরোল ডেটার দিকে, যা ফেডের সুদহার নীতির ওপর প্রভাব ফেলতে পারে। বাজার বর্তমানে ধরে নিচ্ছে যে ২০২৬ সালে ফেড দুই দফা সুদ কমাতে পারে।
7
8
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি এবং অ্যাসপেক্ট গ্লোবাল ভেঞ্চার্স–এর এক্সিকিউটিভ চেয়ারপারসন অকশা কাম্বোজ বলছেন, “সোনা এখন গহনার চাহিদার চেয়ে বিনিয়োগগত চাহিদার ভিত্তিতেই বেশি টিকে আছে। বিশ্বের অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের আকর্ষণ এখনও বজায় রয়েছে।”
8
8
২০২৬ ইতিমধ্যে দেখিয়েছে সোনার দামের গতি অনেকটা ওপরের দিকে। সেই তালিকায় স্থান পেয়েছে রুপোর দামও। এবার বছরভর ক্রেতাদের অবস্থা কী হতে পারে সেটাই দেখার।