আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে চলে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারি মাসেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, এবার ভোটে রাজ্যে আসতে চলেছে রেকর্ড ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, সমস্ত স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকা চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। ৪ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ বৈঠক করবে সমস্ত রাজনৈতিক দল, পুলিশ–প্রশাসনের সঙ্গে। ৬ তারিখ রাজ্যের মুখ্যসচিব, ও রাজ্য পুলিশের ডিজি’‌র সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সূত্রের খবর, মার্চ মাসের ৮–১৪ তারিখের মধ্যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এটা ঘটনা, ২০১৯ সালে লোকসভা ভোটের দিন ঘোষণার পরেই রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোটে হিংসার কথা মাথায় রেখেই সূত্রের খবর, এবার বাহিনী আসতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে। প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।