২০২৬ সালে মীন রাশিতে অবস্থান করবে শনি। কিছু রাশিতে সোনার পায়ে হাঁটবে, আবার কিছু রাশিতে রুপোর পায়ে। লোহার পায়েও হাঁটবে কিছু রাশিতে। জেনে নিন কোন রাশিতে আগামী বছর রুপোর পায়ে চলবে শনি, ঢালবে অশেষ কৃপা। ছবি- সংগৃহীত
2
6
শনির সোনা এবং লোহার পায়ে চলাকে শুভ বলে মনে করা হয় না। কিন্তু যে রাশিতে রুপোর পায়ে চলে বড়দেবতা তাঁদের উপর নেক নজর থাকে, বর্ষণ করে কৃপা। ফিরিয়ে দেয় সুসময়। আগামী বছরও এমন ৩ রাশির উপর কৃপা বর্ষণ করবে শনিদেব। তালিকায় আছে কারা? ছবি- সংগৃহীত
3
6
বৃশ্চিক: ২০২৬ সালে বৃশ্চিক রাশিতে শনির রুপোর পা থাকবে। চিন্তা, মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকেরা। বিনিয়োগের সুযোগ আসবে, আর তা মোটেই মিস করা যাবে না। ব্যবসায়ীদের সুসময় আসছে। যা কাজ করবেন তাতেই সাফল্য পাবেন। সহায় থাকবে ভাগ্য। ছবি- সংগৃহীত
4
6
কর্কট: কেরিয়ারে উন্নতি নিশ্চিত। পদোন্নতি থেকে আয় বৃদ্ধি, সবই হতে পারে। বহুদিন ধরে কোনও জটিলতা চললে, সেটা আগামী বছর কাটবে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনও আইনি জটিলতায় জড়িয়ে থাকলে, সেটারও সমাধান হবে। ছবি- সংগৃহীত
5
6
কুম্ভ: আপনার এতদিনের কঠোর পরিশ্রমের ফল পাবেন আগামী বছর। প্রমোশন হবে, কাজের জন্য স্বীকৃতি পাবেন। সম্মানিত হবেন। বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে সেটা শুরু হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। ছবি- সংগৃহীত
6
6
কোন ভুল ভুলেও নয় ২০২৬ -এ? শনিদেবের পুজোয় তামার পাত্র নয়, কোনও লোহার পাত্র কিনুন। তার পুজোয় লোহার পেরেক লাগে, মাটির প্রদীপ জ্বালাতে হয়। লোহার বাটিতে করে তেল নিয়ে তা অর্পণ করুন শনিদেবকে। নীল রঙের ফুল এবং কাপড় অর্পণ করতে হয় তাকে। শনিদেবের সামনে যাবেন না কখনই, সাইড থেকে তার দর্শন করুন। ছবি- সংগৃহীত