অভিনেত্রী অহনা কামরা এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। একটি পাপারাজ্জি পেজ প্রথম এই দুর্ঘটনার খবর প্রকাশ করে। পরে জানা যায়, দুর্ঘটনায় অহনা কোনও রকম আঘাত পাননি এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
সূত্রের খবর, দুর্ঘটনার পর অহনাকে নিয়ে নানা জল্পনা শুরু হলেও দ্রুতই তা ভুল প্রমাণিত হয়। ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে, এই ঘটনায় অভিনেত্রীর কোনও চোট লাগেনি। তবে দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সামাজিক মাধ্যমে কোনও পোস্টও করেননি অহনা।
এদিকে, পাপারাজ্জি বরিন্দর চাওলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অহনার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির একটি ছবি শেয়ার করেন, যা দেখেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
কাজের দিক থেকে সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ অংশ নিয়ে চর্চায় ছিলেন অহনা। ওই শোয়ে আরেক প্রতিযোগী পবন সিংয়ের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা নজর কাড়ে। শোয়ের সম্প্রচারের পর অহনা জানান, পবন সিংকে নিয়ে মন্তব্য করার জেরে তাঁর অনুরাগীদের কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিষয়টি নিয়ে শোয়ের প্রযোজকদের কাছেও তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানান অভিনেত্রী।
অহনা তাঁর অভিনয় জীবনে বিভিন্ন ঘরানার কাজের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন। তিনি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্রে তাঁকে বারবার দেখা গিয়েছে, যেখানে অভিনয়ের দক্ষতা ও সাবলীলতা প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন, যেখানে তাঁর স্পষ্ট বক্তব্য ও আত্মবিশ্বাস দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভেঙে নতুন রূপে তুলে ধরার চেষ্টাই অহনাকে অনেকের থেকে এগিয়ে দিয়েছে বলে মনে করেন অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি আরও এক অভিনেত্রী নোরা ফতেহিও গাড়ি দুর্ঘটনার শিকার হন। শুক্রবার, ২০ ডিসেম্বর মুম্বইয়ে সানবার্ন ফেস্টিভ্যাল ২০২৫-এ যাওয়ার পথে নোরার গাড়িতে এক মত্ত চালকের গাড়ি ধাক্কা মারে। পরে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে নোরা বলেন, তিনি শারীরিকভাবে গুরুতর আহত না হলেও মানসিকভাবে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন। একই সঙ্গে তাঁর খোঁজখবর নেওয়ার জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি।
