আজকাল ওয়েবডেস্ক: এপস্টাইন ফাইল। আর তা নিয়ে মার্কিন মুলুকে জোর সরগরম। তুঙ্গে চর্চা, বিতর্ক। তাতে নানা সময়ে মার্কিন মুলুকে এই কেলঙ্কারিতে নাম জড়িয়েছে তাবড় তাবড় ব্যাক্তিত্বের। তার মাঝেই শুক্রবার যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত আরও বেশকিছু ফাইল, ছবি সামনে আসে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকেও দেখা যায় বলে জানা যায়। তা নিয়ে নতুন করে হইচই শুরুর মাঝেই ফের জোর বিতর্ক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ডিওজে ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবি-সহ কমপক্ষে ১৬টি এপস্টাইন ফাইল উধাও রাতারাতি। তথ্য, মার্কিন বিচার বিভাগের পাবলিক ওয়েবপেজ থেকে গায়েব ওই ১৬টি ফাইল এবং সবথেকে উল্লেখযোগ্য তার মধ্যে রয়েছে খোদ ট্রাম্পের ছবিও। এই ইস্যুতে এর আগেও বারবার মার্কিন মুলুকের আনাচে কানাচে তীব্র বিতর্ক হয়েছে। এবার ফাইল গায়েব হয়ে যাওয়ায় বিরোধীরা সুর চড়িয়েছে ফের।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত ওই ফাইলগুলি ছিল ওয়েবসাইটে। কিন্তু শনিবার থেকে আর পাওয়া যাচ্ছে না কোনওভাবেই। তার মধ্যে একাধিক নগ্ন নারীর ছবি ছিল বলেও সূত্রের তথ্য। ট্রাম্পের যে ছবি ছিল, এখন আর নেই বলে জোর চর্চা, তাতে কার সঙ্গে ছিলেন ট্রাম্প? জানা গিয়েছে, একটি ছবিতে এপস্টাইন, মেলানিয়া ট্রাম্প এবং এপস্টাইনের দীর্ঘদিনের সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে ট্রাম্পের ওই ছবি ছিল।
বিচার বিভাগ ফাইলগুলি অপসারণের জন্য কোনও পাবলিক নোটিস বা ব্যাখ্যা দেয়নি। বিরোধীরা সুর চড়ালে, কোনও সদুত্তর পাওয়া যায়নি বলেই দাবি। এপস্টাইনের সাম্প্রতিককালে মার্কিন মুলুকের তাবড় তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে ছবি প্রকাহসিত হওয়ার মাঝেই আচমকা এই একগুচ্ছ ফাইল উধাও হয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে। তবে তখনই জানানো হয়েছিল, শুক্রবার কেবলমাত্র একটি আংশিক অংশ প্রকাশ করেছে, ফাইলগুলি পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় দীর্ঘ সময়। প্রয়োজন যাদের ছবি রয়েছে, তাদের সুরক্ষা এবং সম্মানের বিষয়টি ভাবাও।
এই প্রসঙ্গে উল্লেখ্য, শুক্রবার এই ফাইলে প্রকাশিত ছবিতে প্রয়াত সংবাদ উপস্থাপক ওয়াল্টার ক্রোনকাইট, গায়ক মিক জ্যাগার, মাইকেল জ্যাকসন এবং ডায়ানা রস, ব্রিটিশ উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন এবং ইয়র্কের প্রাক্তন ডাচেস সারা ফার্গুসন-সহ বিভিন্ন হাই প্রোফাইল মানুষদের অর্থাৎ মার্কিন মুলুকের তথাকথিত সেলিব্রিটিদের দেখা গিয়েছে। ছবিগুলিতে কোনও নির্দিষ্ট দিনের উল্লেখ ছিল না এবং কোনও প্রসঙ্গ ছাড়াই প্রকাশিত হয়েছিল। এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত কোনও ব্যক্তির বিরুদ্ধেই অন্যায়ের অভিযোগ আনা হয়নি বলেও জানা গিয়েছে।
