দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) আবারও এক বড় মাইলফলকের দিকে এগোচ্ছে। শক্তিশালী চাহিদা ও তুলনামূলক কম সুদের হারের অনুকূল পরিবেশের জেরে আগামী অর্থবর্ষে এসবিআইয়ের হোম লোন পোর্টফোলিও ১০ লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে বলে জানালেন ব্যাঙ্কের চেয়ারম্যান সি এস সেট্টি।
2
9
তিনি জানান, বর্তমানে এসবিআইয়ের হোম লোন পোর্টফোলিও ৯ লক্ষ কোটিরও বেশি, যা ব্যাঙ্কের সবচেয়ে বড় একক ব্যবসা ইউনিট। এই খাতেই ব্যাঙ্কের মোট সম্পদের ২০ শতাংশের বেশি বিনিয়োগ রয়েছে।
3
9
প্রায় ১৪ শতাংশ হারে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী অর্থবর্ষেই ১০ লক্ষ কোটি টাকার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবে এসবিআইয়ের গৃহঋণ ব্যবসা।
4
9
গত মাসেই এসবিআইয়ের হোম লোন পোর্টফোলিও ৯ লক্ষ কোটি ছাড়িয়েছে, যার ফলে তারা দেশের সর্ববৃহৎ মর্টগেজ ঋণদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছে। ২০২৫ অর্থবর্যের শেষে এসবিআইয়ের হোম লোন বইয়ের পরিমাণ ছিল ৮.৩১ লক্ষ কোটি, যা আগের অর্থবর্ষের তুলনায় ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
5
9
ধীরে কিন্তু স্থির গতিতে এই পোর্টফোলিও গড়ে তুলেছে এসবিআই। ২০১১ সালের মার্চে যেখানে হোম লোন ছিল মাত্র ১ লক্ষ কোটি, সেখান থেকে ২০২৫ সালের নভেম্বরে তা পৌঁছেছে ৯ লক্ষ কোটিতে। এই দীর্ঘ যাত্রায় ঝুঁকি নিয়েও সমস্ত সমস্যা সমাধানে সফল হয়েছে তারা।
6
9
হোম লোন খাতে এসবিআইয়ের এনপিএ এক শতাংশের নিচেই রাখা সম্ভব হয়েছে। এটি হয়েছে নিয়মিত ও সক্রিয় নজরদারি করে। গৃহঋণে গ্রস এনপিএ ছিল মাত্র ০.৭২ শতাংশ, যা গোটা ব্যাঙ্কিং ক্ষেত্রের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
7
9
এছাড়া, এসবিআইয়ের সামগ্রিক ঋণ বৃদ্ধির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে তিনটি সেগমেন্ট—রিটেল, অ্যাগ্রিকালচার ও এমএসএমই। মোট ঋণ পোর্টফোলিওর প্রায় ৬৭ শতাংশই এই তিন খাত থেকে আসে। চলতি অর্থবর্ষে এই সেগমেন্টের জোরে সামগ্রিক ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করেছে তারা।
8
9
চেয়ারম্যান সেট্টির মতে, এমএসএমই খাতে ঋণ বৃদ্ধি ১৭–১৮ শতাংশের কাছাকাছি, আর কৃষি ও রিটেল খাতে প্রায় ১৪ শতাংশ হারে বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি, স্বর্ণঋণে ভাল বৃদ্ধি দেখা যাচ্ছে এবং এক্সপ্রেস ক্রেডিট বা ব্যক্তিগত ঋণেও বৃদ্ধি সামনে এসেছে।
9
9
অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরায় এবং আবাসনের চাহিদা বাড়তে থাকায়, এসবিআইয়ের এই সাফল্য দেশের সামগ্রিক ঋণ বাজারের জন্যও ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।