আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৬শে ডিসেম্বর, শুক্রবার থেকে ভারতীয় রেল টিকিটের দাম বাড়াচ্ছে। সংশোধিত ভাড়া অনুযায়ী, নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে এবার যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। তবে, শহরতলির (লোকাল) ট্রেন পরিষেবা এবং মাসিক সিজন টিকিটের (এমএসটি) ক্ষেত্রে এই বর্ধিতহারে টিকিটের ভাড়া প্রযোজ্য হবে না। সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি।
২০২০ সালের পর ২০২৫ সালের জুলাই মাসে ট্রেনের টিকিটের ভাড়া বাড়িয়েছিল ভারতীয় রেল। চলতি বছর আরও একবার টিকিটের ভাড়া বৃদ্ধির ঘোষণা করা হল। অর্থাৎ এই বছরে দু'বার বাড়ানো হল ট্রেনের টিকিটের দাম।
রেল মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটারে দুই পয়সা করে বাড়িয়েছে। এসি শ্রেণির ভাড়াও প্রতি কিলোমিটারে দুই পয়সা বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে ভারতীয় রেল জানিয়েছে যে, এই ভাড়া সমন্বয়ের ফলে চলতি বছরে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে।
গত এক দশকে রেলওয়ে তার নেটওয়ার্ক ও কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন রেল পরিষেবা পৌঁছে গিয়েছে। এই বর্ধিত কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং নিরাপত্তা জোরদার করতেই টিকিটের ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানানো বয়েছে।
ভারতীয় রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'ট্রেন চালানো, জনবল-সহ নানা খরচ বেড়ে ১,১৫,০০০ কোটি টাকা হয়েছে। পেনশন বাবদ খরচ বেড়ে ৬০,০০০ কোটি টাকা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে পরিচালনার মোট খরচ বেড়ে ২,৬৩,০০০ কোটি টাকা হয়েছে।' উচ্চ জনবল ব্যয় মেটাতে জাতীয় পরিবহন সংস্থাটি বলেছে যে, তারা যাত্রী ভাড়ার যৌক্তিকীকরণের পাশাপাশি পণ্য পরিবহন বাড়ানোর কথাও বিবেচনা করছে। বিবৃতিতে উল্লেখ, 'নিরাপত্তা এবং উন্নত পরিচালনার ক্ষেত্রে এই প্রচেষ্টার ফলে রেলওয়ে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পেরেছে। ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পণ্য পরিবহনকারী রেলওয়েতে পরিণত হয়েছে।'
এছাড়াও বিবৃতি বলা হয়েছে যে, 'উৎসবের মরসুমে ১২,০০০-এরও বেশি ট্রেন সফলভাবে পরিচালনা করাও ভারতী রেলের উন্নত কার্যক্রমের একটি উদাহরণ।'
এর আগে, রেলওয়ে চলতি বছরের জুলাই মাসে ভাড়া বাড়িয়েছিল। মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি শ্রেণিতে ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা এবং শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিতে প্রতি কিলোমিটারে দুই পয়সা বাড়ানো হয়েছিল।
তার আগে, ২০২০ সালের ১লা জানুয়ারি ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল। ২০২০ সালে, সাধারণ এবং মেল বা এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় শ্রেণির ভাড়া যথাক্রমে প্রতি কিলোমিটারে এক পয়সা এবং দুই পয়সা বৃদ্ধি পেয়েছিল। স্লিপার শ্রেণি এবং সমস্ত এসি শ্রেণির ভাড়া যথাক্রমে প্রতি কিলোমিটারে দুই পয়সা এবং চার পয়সা বাড়ানো হয়েছিল।
