মেয়ের বিয়ের আয়োজন করতে গিয়ে বাড়ি বিক্রি করে দিতে হয়েছে অপর্ণার বাবা সতীনাথকে। যদিও অপর্ণা এখনও পর্যন্ত সে কথা জানে না। এমনটাই দেখানো হচ্ছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ। ইতিমধ্যেই গল্পে দেখানো হচ্ছে বিয়ে হয়েছে আর্য-অপর্ণার। বহু প্রতীক্ষার পর অবশেষে চার হাত এক হয়েছে তাদের। 'চিরদিনই তুমি যে আমার'-এ ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েছে আর্য-অপর্ণা। 

 


তবে বিয়ের দিন সকালে ফের পূর্বজন্মের স্মৃতি ফিরে আসে অপুর। সে চোখের সামনে দেখতে পায় রাজনন্দিনীকে। আর্যর প্রথম স্ত্রীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল দেকে। কিছুদিন আগেই গল্পে দেখানো হচ্ছে আর্য এবং অপর্ণার গায়ে হলুদের প্রস্তুতি চলছে। দুই বাড়ির তরফে সকলেই আনন্দে, উচ্ছ্বাসে মেতে উঠেছে। আর্যর গায়ে হলুদ পর্ব সারা হলে সেই হলুদ এনে যখন অপর্ণার গায়ে লাগাতে যাওয়া হয় তা আটকে দেয় নায়িকা। প্রশ্ন করে যে এসব কী করা হচ্ছে। যখন জানানো হয় যে আজ তো তাদের বিয়ে, এই নিয়ম আচার হবেই, তখন অপর্ণা জানায় যে তার বিয়ে হয়ে গিয়েছে। তবে কি আর্যর মতো অপর্ণারও বিয়ে হয়ে গিয়েছে? নাকি রয়েছে অন্য কোনও ঘটনা? আসলে রাজনন্দিনীই যে অপর্ণা তা এখান থেকেই বোঝা যাচ্ছে। 

 


তবে বাধা কাটিয়ে বিয়ে হয়েছে আর্য-অপর্ণার। মেয়ের বিদায়ের সময় চোখে জল সতু-সুমির। এদিকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মন খারাপ হয় অপুর। কিন্তু সে এখনও জানতে পারে না বাবার বাড়ি বিক্রির কথা। অপু কি জানতে পারবে সে কথা? কোন সত্যি অপেক্ষা করছে তার জন্য? এদিকে বিয়ের দিন অপুর বাবার হাতে একটা চিরকুট এসে পড়ে। সেখানে লেখা, আর্য সিংহ রায়ের আসল নাম শঙ্কর! এরকম একটা কথা লেখা দেখে চমকে ওঠে অপর্ণার বাবা। সন্দেহ শুরু হয় তার। যদিও অপর্ণাও জানে আর্যর এই নামটা। মেঘরাজ তাকে আগেই জানিয়েছিল এই কথাটা। তবে কি আর্য-অপর্ণার বিয়ের খবর পেয়ে আবারও ফিরে এল মেঘরাজ? নাকি অন্য কেউ রয়েছে এর পিছনে। আর্যই বা কেন নিজের নাম লুকিয়ে রাখবে? অপু কি জানতে পারবে আসল সত্যিটা?  

 

 

এই প্রশ্নের জবাবটা আগামী দিনেই পাওয়া যাবে। তবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের গল্পে যে বড়সড় একটা টুইস্ট আসতে চলেছে সেটা স্পষ্ট। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে কিছুদিন আগে দারুণ বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু এসব কাটিয়ে, নায়িকার মুখ বদল হয়ে গল্প এগিয়ে চলেছে। তবে সম্প্রতি টিআরপি অনেকটাই কমেছে এই ধারাবাহিকের। আশা করা যায়, গল্পে টুইস্ট এলে তা আবারও বাড়বে।