ক্যালেন্ডার আর পঞ্জিকা মতে রাজ চক্রবর্তীর জন্মদিন দু’দিন!

ইংরেজি তারিখ অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে তাঁর জন্ম। পঞ্জিকা মতে, শিবরাত্রির দিন তিনি জন্মেছিলেন। তাই তাঁর মা তাঁকে ‘শিবু’ বলে ডাকেন। বুধবার ইংরেজি মতে জন্মদিন। সকাল থেকে বিধায়ক-প্রযোজক-পরিচালক তাই ভালবাসা, অভিনন্দনে ভাসছেন। অভিনন্দন জানাতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল। ‘বার্থ ডে বয়’-এর পরিকল্পনা কী? প্রশ্ন রাখতেই লজ্জা পাওয়া গলায় বললেন, ‘‘সবাই যখন ভালবাসা, শুভেচ্ছা জানান খুবই ভাল লাগে। সবার উদযাপনে দিনটা বিশেষ হয়ে ওঠে। কিন্তু নিজের জন্য নিজের পরিকল্পনা? এখন তো আর ছোট নই! বড় হয়ে গিয়েছি তো। কেমন যেন লজ্জা লজ্জা লাগে।’’

জন্মদিনেও রাজের ঝুলিতে একমুঠো কাজ। ভাষা দিবসের বিশেষ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এছাড়া, বৈঠকেও বসবেন। ব্যারাকপুর, টিটাগড়— তাঁর নির্বাচনী কেন্দ্রে যাবেন। সেখানে হয়তো কেক কাটা হবে। বাকি সময় বাড়িতে, পরিবারের সঙ্গে। রাজ যখন কথা বলছিলেন তখন নেপথ্যে প্রেসার কুকারের শব্দ! নিশ্চয়ই ভালমন্দ রান্না হচ্ছে? আজ কি বিধায়কের মা নিজের হাতে ছেলের জন্য রান্না করবেন? জবাবে তাঁর বক্তব্য, ‘‘বিশেষ কিচ্ছু না। রোজ যেমন খাওয়াদাওয়া হয় তেমনই আজও হবে। আমার নিজের জন্য ঘটাপেটা করতে একটুও ভাল লাগে না। পরের জন্য কিছু করতে পারলে মন ভাল হয়ে যায়।’’ একটু থেমে জুড়লেন, জন্মদিন উদযাপন মানেই বয়স বেড়ে যাচ্ছে, এই কথা মনে পড়ে যাওয়া। তাতে মনটা খারাপই হয়ে যায়। তাই জন্মদিনের উদযাপন থেকে দূরে থাকতেই চেষ্টা করেন।

রাজ না চাইলেও শুনছে কে? ইতিমধ্যেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁকে ‘সারপ্রাইজ গিফট’ দিয়ে দিয়েছেন। কী সেটা? রাজের আগামী ছবি ‘বাবলি’-র সেটে নায়িকা স্ত্রী পরিচালক স্বামীকে না জানিয়েই জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন। এই ছবি দিয়ে ১০ বছর পরে আবারও জুটি আবীর চট্টোপাধ্যায়-শুভশ্রী। তিনি রাজকে আদরে ভরিয়ে দিয়েছেন। ছবির অন্যতম কুশীলব কৌশিক সেন, সৌরসেনী মৈত্র, পদ্মনাভ দাশগুপ্ত হয়ে বাকি কলাকুশলীরা শুভকামনা জানিয়েছেন। শুটের ফাঁকে হাজির রকমারি কেক। রাজের চোখেমুখে তখনও লজ্জার ছাপ স্পষ্ট। কেক কেটে সবার আগে মুখমিষ্টি করেছেন তাঁর ‘পরিণীতা’র। সবচেয়ে বড় পাওয়া ইউভানের কচি গলার আদুরে ডাক, ‘‘বাবা! তোমায় খুব ভালবাসি। শুভ জন্মদিন।’’

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Raj Chakraborty Entertainment (@rcepvt)