সোশ্যাল মিডিয়ার যুগে গুজব রটতে সময় লাগে না, কিন্তু সেই গুজবের জাল ছিঁড়ে সত্য প্রকাশ করতেও পিছপা হলেন না বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি মুম্বইয়ে গায়ক এপি ধিলোনের একটি কনসার্টকে কেন্দ্র করে নেটদুনিয়ায় যে শোরগোল শুরু হয়েছিল, তার মোক্ষম জবাব দিলেন তিনি। সঙ্গে পাশে দাঁড়ালেন তার প্রেমিক বীর পাহাড়িয়াও।

 

 

ঠিক কী ঘটেছিল সেই রাতে? মুম্বইয়ে এপি ধিলোনের কনসার্টে উপস্থিত ছিলেন তারা এবং বীর। অনুষ্ঠান চলাকালীন যখন এপি ধিলোন তাঁর জনপ্রিয় গান ‘থোড়ি সি দারু’ গাইছিলেন, তখন হঠাৎই মঞ্চে উঠে আসেন তারা। তবে পরিস্থিতির মোড় ঘোরে যখন এপি ধিলোন হঠাৎই তারাকে জড়িয়ে ধরেন এবং তাঁর গালে চুমু খান। সেই মুহূর্তের একটি ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা বীর পাহাড়িয়ার মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। নেটিজেনদের একাংশের দাবি, বীরের চোখে-মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠছিল। সত্যিই কি তাই? 

 

 

এবার সত্যিটা জানিয়ে দিলেন এই তারকা জুটি।আসলে চুপ করে বসে থাকার পাত্রী নন তারা। ইনস্টাগ্রামে একটি কড়া পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি লেখেন, 'গর্বের সঙ্গে বলছি, আমরা একসঙ্গেই আছি। এপি ধিলোন আমাদের প্রিয় বন্ধু। মুম্বইয়ে ওই রাতটা অসাধারণ ছিল।' শুধু তাই নয়, সমালোচকদের একহাত নিয়ে তিনি আরও বলেন, 'কিছু মানুষের তৈরি করা মিথ্যে গল্প, কাটছাঁট করা এডিটিং আর টাকার বিনিময়ে চালানো পিআর ক্যাম্পেন আমাদের টলাতে পারবে না। শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।'

 

 

প্রেমিকার সুরে সুর মিলিয়েছেন বীর পাহাড়িয়াও। তিনিও ভাইরাল হওয়া ওই ভিডিওর পিছনের আসল ঘটনা ফাঁস করে দিয়ে জানান, সোশ্যাল মিডিয়ায় তার যে প্রতিক্রিয়ার ভিডিওটি ছড়ানো হয়েছে, সেটি আসলে ওই বিশেষ মুহূর্তের ছিলই না। বীর লেখেন, 'মজার ব্যাপার হল, আমার ওই রিঅ্যাকশন ফুটেজটি অন্য একটি গানের সময়ের, অথচ সেটাকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে। যারা এসব করছে তারা স্রেফ ভাঁড় ছাড়া আর কিছুই নয়।'

 

 

 

মুম্বইয়ের এই কনসার্টে তারার পোশাক থেকে শুরু করে এপি ধিলোনের সঙ্গে তাঁর রসায়ন—সবকিছুই আলোচনার কেন্দ্রে ছিল। সম্প্রতি তারা এবং এপি ধিলোন একটি মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু’-তে একসঙ্গে কাজ করেছেন, যা বেশ জনপ্রিয় হয়েছে। প্রিয় বন্ধুর কনসার্টে নিজের কাজের সাফল্য উদযাপন করতে গিয়ে যে এমন বিতর্কের মুখে পড়তে হবে, তা হয়তো ভাবেননি তারা। যদিও এসব কটাক্ষকে কোনওদিন পাত্তা দেননি অভিনেত্রী। এবার প্রেমিকের সঙ্গে একজোট হয়ে তা আরও একবার বুঝিয়ে দিলেন।