আজকাল ওয়েবডেস্ক: বোতল ব্যবহার করে তৈরি করেছিল বোমা। অভিযোগ পেয়ে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিলেন জাভেদ নামের এক ব্যক্তিকে। এবার তদন্তে নেমে গ্রেপ্তার করা হল মুজফফরনগরের ইমরানাকে। অভিযোগ জাভেদকে কাঁচের বোতল ব্যবহার করে টাইম বম্ব তৈরির প্ররোচনার মুলে ইমরানাই। জাভেদ টাইম বম্ব বানিয়ে তার হাতেই তুলে দিত। ইমরানার হতে সেগুলি তুলে দিতে গিয়েই গ্রেপ্তার হয় জাভেদ। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, জেরায় ইমরানা জানিয়েছে, ২০১৩ সালের সাম্প্রদায়িক দাঙ্গার শিকার সে, সেই সময়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বাড়ি। ফের কোনও প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হওয়ার আগেই, বোমাগুলি প্রস্তুত করতে দিয়েছিল সে।