কপালজোরে বেঁচে ফিরলেন রশ্মিকা মন্দানা, শ্রদ্ধা দাস। সেখবর রশ্মিকা নিজেই ভাগ করে নিয়েছেন। দুর্ঘটনার একাধিক ছবিও ভাগ করে নিয়েছেন। রশ্মিকা একাক নন, এই দুর্ঘটনায় প্রাণ যেতে পারত আরও এক অভিনেত্রী শ্রদ্ধা দাসেরও। তাঁরা ওই সময় একসঙ্গে ছিলেন।
রশ্মিকার বক্তব্য অনুযায়ী, তাঁরা মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। আচমকাই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিমান তখন মাঝআকাশে। হঠাৎ বড় ঝাঁকুনি খেয়ে সজাগ সবাই। রশ্মিকা-শ্রদ্ধা কোনও মতে নিজেদের আসন আঁকড়ে সামলান। সেই ছবিও তাঁরা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। লিখেছেন, ‘আজ আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।’ এরপরই তড়িঘড়ি বিমানটিকে ফের মুম্বই বিমানবন্দরে নামিয়ে আনা হয়।
রশ্মিকার আগামী কাজের তালিকায় নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার উইথ নেহা’। তাঁকে আগামীতে ‘পুষ্পা ২’ ছবিতে দেখা যাবে, নায়ক অল্লু অর্জুন। ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাবে। এছাড়া, নায়িকাকে শেষবার ‘অ্যানিমেল’ ছবিতে দেখা গিয়েছে। বিপরীতে রণবীর কাপুর। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল ছবিটি।
রশ্মিকার বক্তব্য অনুযায়ী, তাঁরা মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। আচমকাই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিমান তখন মাঝআকাশে। হঠাৎ বড় ঝাঁকুনি খেয়ে সজাগ সবাই। রশ্মিকা-শ্রদ্ধা কোনও মতে নিজেদের আসন আঁকড়ে সামলান। সেই ছবিও তাঁরা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। লিখেছেন, ‘আজ আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।’ এরপরই তড়িঘড়ি বিমানটিকে ফের মুম্বই বিমানবন্দরে নামিয়ে আনা হয়।
রশ্মিকার আগামী কাজের তালিকায় নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার উইথ নেহা’। তাঁকে আগামীতে ‘পুষ্পা ২’ ছবিতে দেখা যাবে, নায়ক অল্লু অর্জুন। ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাবে। এছাড়া, নায়িকাকে শেষবার ‘অ্যানিমেল’ ছবিতে দেখা গিয়েছে। বিপরীতে রণবীর কাপুর। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল ছবিটি।
