বিশ্বব্যাপী জনপ্রিয় হলিউড তারকা সিলভেস্টর স্ট্যালোনের পরিচালনায় ‘দ্য এক্সপেন্ডেবলস’ ছবিতে অভিনয় করছেন অভিনেতা টেরি ক্রুজ। ওই ফ্র্যাঞ্চাইজির একাধিক ছবিতে স্ট্যালোনের সঙ্গে জমিয়েও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি হলিউডের একাধিক জনপ্রিয় শো-এর সঞ্চালক হিসেবেও মঞ্চে দাপিয়েছেন টেরি। সেই টেরি-ই বলিউড বলতে প্রায় অজ্ঞান।

কেবল প্রশংসাই নয়, বরং সরাসরি জানিয়ে দিলেন, সুযোগ পেলে তিনি নিজেই অভিনয় করতে চান একটি বলিউডে। আর সেই সঙ্গে শাহরুখ খানের বিশ্বজোড়া তারকাখ্যাতির সঙ্গে তুলনা টানলেন হলিউডের টম ক্রুজ ও ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে টেরি স্পষ্ট ভাষায় জানান, বলিউডের ছবিতে যে এত ধরনের রং, আবেগ, নাটকীয়তা এবং বিশাল মিউজিক্যাল পটভূমি তা আজও পৃথিবীর অন্য কোনও ইন্ডাস্ট্রিতে খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, “গোটা দুনিয়া ভারতের যা আছে সেটা চায়। বলিউডের সিনেমা যে আনন্দ দেয়, সেটা আলাদা স্তরের। আমি নিজেও নাচ ভালবাসি। আর বলিপাড়ায় যেভাবে বিশাল মিউজিক্যাল পারফরম্যান্স সিনেমার অংশ হয়ে যায়, আমেরিকায় তা খুব কমই দেখা যায়। বলিউড আমাকে পুরনো হলিউডের ম্যাজিকের কথা মনে করিয়ে দেয়।”
এই প্রশংসার মাঝেই উঠে এলো শাহরুখ খানের নাম। ‘কিং খান’-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রসঙ্গে টেরির মন্তব্য,“শাহরুখ খান একেবারে আন্তর্জাতিক পর্যায়ের তারকা। এখনও ওঁর সঙ্গে আমার দেখা হয়নি, তবে দেখা করার অপেক্ষায় আছি। ওঁকে ‘ভারতীয় টম ক্রুজ’ বললেও ভুল হবে না। আর শাহরুখের তাঁর ব্র্যান্ড, তাঁর নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো প্রভাব রাখে বিশ্বে। সত্যিকারের আন্তর্জাতিক তারকা শাহরুখ!”

শুধু এই বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি টেরি ক্রুজ, বছর শেষের দিকে তিনি ভাইরালও হয়েছিলেন রণবীর সিংয়ের সঙ্গে দেখা করার পর। আবু ধাবিতে গ্র্যান্ড প্রিতে দু’জনের বক্সার স্টাইলে তোলা সেই ছবি যেমন নজর কাড়ে, তেমনি রণবীরের ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের প্রশংসাও করেছিলেন তিনি।
এদিকে নিজের কাজের ক্ষেত্রেও ব্যস্ত টেরি। সামনে রয়েছে তাঁর নতুন অ্যাকশন-অ্যাডভেঞ্চার কমেডি ‘প পেট্রোল: দ্য ডাইনো মুভি’, যা মুক্তি পেতে চলেছে ২০২৬ সালে। অন্যদিকে শাহরুখ খানও ফিরছেন ঝাঁঝালো অ্যাকশন ঘরানায়। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। 'কিং'-এর আরও একটি বিশেষ আকর্ষণ এই ছবির মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন সুহানা খান। থাকছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত এবং অভিষেক বচ্চনও।
সব মিলিয়ে বলিউড আর হলিউডের এই আন্তঃসংযোগ যেন আরও এক ধাপ এগিয়ে দিলেন টেরি ক্রুজ। শুধু প্রশংসা নয়, তাঁর স্বীকারোক্তি প্রমাণ করল বলিউড এখন আর শুধু ভারতীয় দর্শকের বিনোদন নয়, বরং বিশ্বসংস্কৃতিরই এক শক্তিশালী অংশ। আর সেই জাদুর কেন্দ্রে আজও দাঁড়িয়ে আছেন কিং খান, বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার গর্বের প্রতীক হয়ে।
