নামটা হতেই পারত বনি’স কিচেন। না হয়ে সামান্য অদলবদল, ‘রবিন’স কিচেন’। 

তাতে কি আর বিষয় বদলে যাচ্ছে? সব ঠিক থাকলে বনি সেনগুপ্ত নাকি খুব শিগগিরিই ক্যাফে খুলতে চলেছেন। তাঁর সঙ্গী প্রিয়াঙ্কা সরকার! ছোট থেকে নায়কের নাকি রান্নার প্রতি বেশ ঝোঁক। বিশেষ করে মায়ের হাতের রান্না করা চিজি তন্দুরি চিকেন। এই পদ নিজে হাতে রেঁধে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে চায়। এই ইচ্ছে থেকেই ক্যাফে খোলার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন সত্যি হবে কি? আজকাল ডট ইনের কাছে খবর, বনির এই স্বপ্নকেই বড়পর্দায় ধরতে চলেছেন পরিচালক বাপ্পা। ছবির নাম ‘রবিন’স কিচেন।’ ছবির লুক প্রথম আজকাল ডট ইনে। প্রসঙ্গত, বাস্তবে ঠিক এরকমই ক্যাফের কর্ণধার অভিনেতা সৌরভ দাস। তাঁর ক্যাফের নাম "হোঁদলস"।



পর্দায় বনি "রবিন" হতেই তাঁর স্বপ্নগুলো বদলে গিয়েছে রবিনের স্বপ্নে। তিনি জেগে স্বপ্নে দেখেন, একদিন তাঁর রান্না খেয়ে ধন্য ধন্য করবে সবাই। পাশে থাকবেন প্রিয়াঙ্কা ওরফে ‘নীহারিকা’। স্বপ্ন থাকলে স্বপ্নভঙ্গও ঘটে। তেমন কিছু কি ঘটবে? আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। তিনি এক্ষুণি গল্প ভাঙতে নারাজ। ছবির শুট হবে কলকাতা এবং সম্ভবত বেঙ্গালুরুতে। অভিনয়ের থেকে ফুরসৎ মিললে আদৌ কি রান্নাঘরে ঢোকেন বনি? নায়ক জানিয়েছেন, তিনি মায়ের হাতের সমস্ত পদ চেটেপুটে খেতে ভালবাসেন। বিশেষ করে মা যখন তাংর জন্মদিনে নিজে হাতে রান্না করেন। তাই গল্পটি তাঁর খুব জানা। চরিত্রটাও চেনা। ফলে, তিনি চিত্রনাট্য শোনার পরে না করেননি।

বনি, প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে শান্তনু নাথ, সশ্রীক গঙ্গোপাধ্যায় রয়েছেন। পরিচালনার পাশাপাশি ছবির গল্পও লিখেছেন বাপ্পা। প্রযোজনায় পামুকেশ কুমার পাণ্ডের পাণ্ডে মোশন পিকচার্স।