কলকাতায় অডিশন চলেছে তিনদিন। টলিউড অভিনেতারা সুযোগ পাচ্ছেন ‘ভুলভুলাইয়া ৩’-এ। সেই খবর থিতোনোর আগেই দ্বিতীয় ধমাকা। বিদ্যা বালন এই ছবিতে ফিরছেন, খবরটা কানাঘুষো শোনাই যাচ্ছিল। এবার শোনা যাচ্ছে মাধুরী দীক্ষিত নাকি যোগ দিতে চলেছেন! কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? সব ঠিক থাকলে ‘ধকধক গার্ল’ সম্ভবত ‘ভূত’ হয়ে দর্শকদের হৃদস্পন্দন বাড়াবেন। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি ২০০৭-এ মুক্তি পেয়েছিল। ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়কুমার-বিদ্যা বালন-সাইনি আহুজা। ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক আনিজ বাজমি। ২০২২ সালের এই ছবিতে অভিনয় করেন তাবু-কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি। তৃতীয় ছবির পরিচালকও আনিজ। তবে বিদ্যা ফিরলেন ফিরছেন বা প্রথম ছবির বাকি দুই অভিনেতা। 

নাচের একাধিক রিয়্যালিটি শো-তে প্রায়ই তাঁকে দেখা যায়। কিন্তু বাণিজ্যিক ছবি থেকে অনেক বছর দূরে। এই মুহূর্তে ‘ভুলভুলাইয়া’র দৌলতে কার্তিকের জনপ্রিয়তা তুঙ্গে। সেই কারণেই বিদ্যা ফের ফিরেছেন তাঁরই তৈরি করা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে। দ্বিতীয় ছবিতে এই জনপ্রিয়তার স্বাদ পেয়েছেন কিয়ারা আদবানি, তাবু। সম্ভবত এই কারণেই ছবিতে যোগ দিতে চলেছেন মাধুরীর মতো তারকা। কারণ, তাঁরও বলিউডে জাঁকিয়ে বসার জন্য এরকমই একটি ছবির প্রয়োজন।

তা হলে বিদ্যা বালন কোন ভূমিকায়? গুঞ্জন, তৃতীয় কিস্তিতে দু’জন ভূত পর্দা কাঁপাবেন। একজন মাধুরী। দ্বিতীয় জন বিদ্যা। ছবির ওজন বাড়াতেই নাকি এত আয়োজন। এবং নায়িকা চরিত্রে দেখা যাতে পারে সারা আলি খানকে। সারার সঙ্গে ইতিমধ্যেই প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক আনিজ প্রাথমিক কথা সেরে ফেলেছেন। এখন সারা সবুজ সঙ্কেতের অপেক্ষা। আগামী মাসে শুটিং ফ্লোরে যাচ্ছে ছবি।