শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: হাসপাতাল থেকে ছুটি 'মহাগুরু'র, স্ট্রোক না সুগার ফল, আসল সমস্যা কী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ২৪


সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। চওড়া হাসি হেসে নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সে কথা। খবর ছড়াতেই কলকাতা স্বস্তির শ্বাস ফেলেছে। টানা দু’রাত প্রায় জেগে কাটিয়ে অবশেষে অনুরাগীদের মুখে যেন যুদ্ধ জয়ের হাসি। কিন্তু ‘মহাগুরু’র উত্তরে নতুন ধোঁয়াশা তৈরি। শনিবার অসুস্থ তারকা অভিনেতার যাবতীয় ডাক্তারি পরীক্ষার পরে মেডিক্যাল টিম জানিয়েছিল, তাঁর স্ট্রোক হয়েছে। এদিন কিন্তু মিঠুন নিজমুখে জানালেন, তাঁর ডায়াবেটিসের কথা! যা তাঁর আপ্তসহকারী এবং পরিবার শুরু থেকে বলে এসেছেন।



এদিন শহরের বেসরকারি হাসপাতালের সামনে সকাল থেকে সাংবাদিকদের ভিড়। কালো টুপিতে মাথা ঢেকে, গায়ে সাদা চাদর জড়িয়ে, রোদচশমায় চোখ ঢেকে তিনি বড় ছেলে মিমোকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন। তাঁদের ঘিরে নিরাপত্তীরক্ষীদের বলয়। অপেক্ষারত সাংবাদিকদের তাঁরা সরিয়ে দিতে চাইলে সঙ্গে সঙ্গে বাধা দেন তিনি। বলেন, ‘‘আজ ওঁদের দিন। ওঁরা থাকবেন। আজ আপনারা পিছনে সরে যান।’’ পাশে রাখেন মিমোকে। তারপরেও চওড়া হেসে জানান, ভাল আছেন তিনি। সব ঠিক আছে। আর কোনও সমস্যা নেই।

তারপরেই বলেন, ‘‘আমি খেতে ভালবাসি। যা মুম্বই বা বেঙ্গালুরুতে পাই না সেটাই কলকাতায় এলে চেটেপুটে খাই। এই খাওয়াই আমার বড় শত্রু। অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম।’’ তখনই তিনি সংবাদমাধ্যমকে জানান, তাদের মাধ্যমে তিনি সবাইকে এই বার্তা দিতে চান, সব বয়সেই খাওয়ার পরিমাণ যেন নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত খাওয়া ভাল নয়। পাশাপাশি, যাঁদের ডায়াবেটিস তাঁরা মিষ্টি না খেলেই ভাল থাকবেন এমন ভাবাও ভুল। যে কোনও সময় ডায়াবেটিস সমস্যা তৈরি করতে পারে। আর ইনসুলিনকে কেউ যেন ভয় না পান। এটি শরীর সুস্থ থাকতে যথেষ্ট সহযোগিতা করে।



পথিকৃতের শুটে আবার কবে থেকে দেখা যাবে তাঁকে? মানবিক মিঠুনের উত্তর, ‘‘আমি কাল থেকেই শুট করতে রাজি। এটা শুধুই আমার চাওয়া। আসলে চাই না, আমার জন্য ওর কোনও সমস্যা হোক। প্রচুর অভিনেতা নিয়ে ছবি করছে তো। তবে পথিকৃৎ কিছুটা সময় নিচ্ছে। পুরোটা আবার সাজাবে। সম্ভবত ২৫ বা ২৬ তারিখ থেকেই আবার কাজে ফিরব।’’ ‘মহাগুরু’র শুটিং নিয়ে আজকাল ডট ইনকে পথিকৃৎ বলেছেন, ‘‘এক্ষুণি শুটিং হবে না। আমাদের প্রথম পর্বের শুট শেষ। দিন কয়েকের বিরতি নিয়ে ফের সবাই কাজে ফিরবেন। দাদার অসুস্থতা আমাদের কাজে কোনও সমস্যা তৈরি করেনি।’’




নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

সোশ্যাল মিডিয়া