আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনিতে শনিবার ইস্টার্ন কমান্ড ইনভেস্টিচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, ইস্টার্ন কমান্ড, ভারতীয় সেনাবাহিনীর অফিসার এবং সৈন্যদের সম্মানিত করেন। তাঁদের বিশিষ্ট পরিষেবা পুরস্কার দেওয়া হয়।
ইউনিটগুলিকে তাদের ব্যতিক্রমী পেশাদারিত্ব এবং অতুলনীয় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সেনাপ্রধানের প্রশংসাপত্র এবং জিওসি-ইন-সি ইউনিট প্রশংসাপত্র প্রদান করেন। অনুষ্ঠানে, ২০টি সেনা পদক, দুটি বার টু সেনা পদক এবং চারটি বিশেষ সেবা পদক সহ ২৬ জনকে পদক প্রদান করা হয়। এছাড়াও দুটি ইউনিটকে সিওএএস ইউনিট প্রশংসা এবং ৩২টি ইউনিটকে জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ড ইউনিট প্রশংসায় সম্মান জানানো হয়েছে।
ইউনিটগুলিকে তাদের ব্যতিক্রমী পেশাদারিত্ব এবং অতুলনীয় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সেনাপ্রধানের প্রশংসাপত্র এবং জিওসি-ইন-সি ইউনিট প্রশংসাপত্র প্রদান করেন। অনুষ্ঠানে, ২০টি সেনা পদক, দুটি বার টু সেনা পদক এবং চারটি বিশেষ সেবা পদক সহ ২৬ জনকে পদক প্রদান করা হয়। এছাড়াও দুটি ইউনিটকে সিওএএস ইউনিট প্রশংসা এবং ৩২টি ইউনিটকে জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ড ইউনিট প্রশংসায় সম্মান জানানো হয়েছে।
