আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে। জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন, ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়।
নতুন করে চর্চায় আহান-অনীতের প্রেম
‘সাইয়ারা’ ছবির তারকা অনীত পাড্ডা ও আহান পাণ্ডেকে ঘিরে ফের নতুন করে সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও জল্পনা আরও উস্কে দিয়েছে। সেই ভিডিওতে অনীতকে দেখা যায় একটি বিশেষ ক্রিশ্চিয়ান ডিওর সোয়েটার পরতে। যেটি এর আগে আহানের গায়েও দেখা গিয়েছিল।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওয় দেখা যায়, এক অনুরাগীর সঙ্গে হাসিমুখে কথা বলছেন অনীত। বেজ রঙের এমব্রয়ডারি করা ডিওর সোয়েটারটি তিনি পরেছে ঢিলেঢালা ডেনিমের সঙ্গে। স্বাভাবিক মেকআপ আর মাঝখান দিয়ে সিঁথি করা খোলা চুলে অনীতকে দেখা গিয়েছে বেশ সাবলীল লুকে।
ভিডিও প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের বন্যা। এক অনুরাগী লেখেন, ‘সোয়েটারটা তো আহানের।’ অন্যজন লিখেছেন, ‘অনীত যেন খুব পরিচিত একটি জিনিস পরেছে।’
আলোচিত এই ডিওর সোয়েটারটি তৈরি হয়েছে বেজ উলের জার্সি কাপড়ে। রেগুলার ফিট ও রিবড ডিটেলিংয়ের জন্য এটি ক্যাজুয়াল থেকে এলিভেটেড, দু’রকম লুকেই মানানসই। বাজারে এই পোশাকটির দাম প্রায় ৬৭ হাজার টাকা।
অস্কারের দৌড়ে দুই ভারতীয় ছবি
ভারতের দুই ছবি ‘কান্তারা: এ লেজেন্ড – চ্যাপ্টার ১’ এবং ‘তানভি দ্য গ্রেট’ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা ছবি বিভাগে এলিজিবিলিটি লিস্টে জায়গা করে নিয়েছে। এর অর্থ, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের জন্য এই দুই ছবিই এখন প্রাথমিকভাবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্য ভাবে, এই তালিকায় মোট ২০১টি আন্তর্জাতিক ছবি রয়েছে।
সেরা ছবি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা মানতে হয়। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি, প্রদর্শনের মেয়াদ এবং প্রযুক্তিগত শর্ত পূরণ করা। এই সব শর্ত সফলভাবে পূরণ করায় ‘তানভি দ্য গ্রেট’ এবং ‘কান্তারা: চ্যাপ্টার ১’ দু’টিই এই তালিকায় স্থান পেয়েছে।
বীর-তারার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন
প্রেম ভেঙেছে বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার। সম্প্রতি এপি ধিলোঁর কনসার্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর থেকেই এই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
২৬ ডিসেম্বর মুম্বইয়ে এপি ধিলোঁর কনসার্টে আচমকাই মঞ্চে হাজির হয়েছিলেন তারা। সেখানে দু’জনে একসঙ্গে তাঁদের জনপ্রিয় গান ‘থোড়ি সি দারু’ পরিবেশন করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্সের সময় এপি-র সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে ছিলেন তারা। এপি তারার গালে চুমুও দেন। সেই মুহূর্ত ঘিরেই শুরু হয় বিতর্ক।
এর কিছু দিনের মধ্যেই আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বীরকে অস্বস্তিতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। পরে যদিও বলা হয়, ওই ভিডিওটিকে প্রযুক্তির কারিকুরির মাধ্যমে ভিন্ন অর্থে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সাল থেকেই তারা ও বীর একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন।
বিচ্ছেদের গুঞ্জন ছড়াতেই নেটমাধ্যমে একাংশের দাবি, এপি ধিলনের সঙ্গে তারার মঞ্চের ঘনিষ্ঠ মুহূর্তই নাকি এই সম্পর্ক ভাঙার কারণ। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ‘এপি ধিলনের চক্করেই সব শেষ হয়ে গেল’, আবার কারও বক্তব্য, ‘এপি ধিলনই করিয়ে দিল ব্রেকআপ।’
তেজস্বী-জারিনের সঙ্গে করণের পার্টি
এমটিভি স্প্লিটসভিলা ১৬-এর সঞ্চালক করণ কুন্দ্রা সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে, প্রেমিকা তেজস্বী প্রকাশ এবং বন্ধু জারিন খানের সঙ্গে সুন্দর সন্ধ্যা উপভোগ করছেন করণ।
তবে একই সঙ্গে এক্স (প্রাক্তন টুইটার)-এ ভাইরাল হওয়া একটি ক্লিপ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ওই ভিডিওয় দেখা যায়, পার্টির মাঝে জারিনের সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত করণ, আর অন্য দিকে তেজস্বী নিজের মতো করে পার্টি উপভোগ করছেন। ভিডিওটি শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘তেজস্বীর বয়ফ্রেন্ডকে সব সময়ই অন্য মেয়েদের সঙ্গে ব্যস্ত দেখা যায়। জারিনের সঙ্গে ছবি তোলার এই আগ্রহ অনেক কিছুই বলে দেয়।’
আর একজন মন্তব্য করেন, ‘করণ কুন্দ্রা ধীরে ধীরে বিগ বসের আগের করণে ফিরে যাচ্ছেন, যিনি সব সময় বন্ধুদের সঙ্গে পার্টি করতেন।’
