৯ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। তার আগেই থানায় ছুটে গেলেন ছবির নায়ক-নায়িকা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। শোনা যাচ্ছে, চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করতে যান তাঁরা।

বৃহস্পতিবার নেটমাধ্যমে একটি পোস্ট করেন অঙ্কুশ। সেখানে নবীনা প্রেক্ষাগৃহের সামনে লাগানো অঙ্কুশ এবং ছবির নায়িকা ঐন্দ্রিলার একটি বিশাল কাটআউটকে ভাঙাচোরা অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। কাটআউটটির অবস্থা দেখলেই স্পষ্ট বোঝা যায়, এটি নিছক দুর্ঘটনায় নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নষ্ট করা হয়েছে। সেই দৃশ্য নেটমাধ্যমে শেয়ার করে ক্ষোভ উগরে দেন নায়ক। লেখেন, ‘মানুষ মানুষের ক্ষতি করে কী আনন্দ পায় কে জানে । নারী চরিত্র বেজায় জটিলের ৩০ ফুটের কাট আউট এই ভাবে নষ্ট করে দেওয়া হল নবীনা হলের সামনে। অবাক লাগে ভাবলে কোন জগতে আমরা বসবাস করছি।’

তবে এখানেই থেমে থাকেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবার থানায় অভিযোগ করেছেন তাঁরা। আজকাল ডট ইন-কে নায়িকা বলেন, “হ্যাঁ, আমরা থানায় গিয়েছিলাম। তবে এই মুহূর্তে আমি সিনেমা হলে আছি। তাই এর থেকে বেশি কিছু বলতে পারছি না।”

অঙ্কুশের সেই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। কেউ কেউ মনে করছেন, ছবির প্রচার ভেস্তে দিতেই ইচ্ছাকৃতভাবে এমন কাণ্ড ঘটানো হয়েছে, আর এর পিছনে নায়কের প্রতিদ্বন্দ্বীদের ভক্তদের হাত থাকতে পারে। আবার অনেকেই এই ঘটনাকে টলিউডের অন্দরের সংঘাতের ফল বলেও ব্যাখ্যা করছেন। যদিও একাংশের মতে, গোটা বিষয়টি হয়তো ছবির প্রচারের জন্যই নেওয়া কোনও নতুন কৌশল।

‘নারী চরিত্র বেজায় জটিল’-এর মাধ্যমে বহুদিন পর আবারও কমেডি ঘরানার ছবিতে ফিরছেন অঙ্কুশ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বাস্তব জীবনের সঙ্গী ঐন্দ্রিলা। মুক্তির আগেই ছবিকে ঘিরে জোরকদমে প্রচার চালিয়েছেন শিল্পীরা। দর্শকের কাছে ছবির বার্তা পৌঁছে দিতে কোনও খামতি রাখেননি তাঁরা।

‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবির প্রযোজকও স্বয়ং অঙ্কুশ। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে এই ছবির প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। ফলে অভিনেতা হিসাবে নয়, প্রযোজক হিসাবেও তাঁর দায়িত্ব বেড়েছে বহুগুণ। এই পরিশ্রমের ফল শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাড়া ফেলে, আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। তবে কাটআউট ভেঙে ফেলার বিষয়টিকে একেবারেই এড়িয়ে যাননি অঙ্কুশ। বরং ভবিষ্যতে যেন এরকম না ঘটে, তার জন্যই পদক্ষেপ করেছেন তিনি।