আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর দুপুরে রাজ্যে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার মালদহে। লরির ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। আহত আরও একজন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে গাজোল থানার বারডাঙা এলাকায়। মৃতেরা হলেন কাজলি সরকার এবং তাঁর মেয়ে রীতা সরকার।
আত্মীয়র বাড়ি থেকে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। টোটোয় মোট পাঁচজন যাত্রী ছিলেন। আচমকা বেপরোয়া একটি লরি ধাক্কা মারে টোটোয়। রাস্তায় টোটোটি উল্টে যায়। তাতেই গুরুতর আহত হন তিনজন।
তিনজনকে নিয়ে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মা ও মেয়ের অবস্থার অবনতি হতেই এরপর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের।