আজকাল ওয়েবডেস্ক : পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্ক থেকে পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি। নিখোঁজ দুই শিশু সহ ৩ জন । প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা। অমর সাহা, তার স্ত্রী সঙ্গীতা সাহা, অচ্যুত ঘোষ এবং তার স্ত্রী। নিখোঁজ দুই শিশুও। রূপনারায়ণ নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। হাওড়া শিবপুর থেকে কয়েকটি পরিবার পিকনিক করতে গিয়েছিল মানকুরে। সেখান থেকে আত্মীয়রা যোগ দিয়ে একটি নৌকায় করে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে যায়। ত্রিবেণী পার্ক থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে উল্টে যায় নৌকাটি। ১৯ জন যাত্রী নিয়েই মাঝ নদীতে নৌকাটি উল্টে যায়। ইতিমধ্যে সঙ্গীতা সাহাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, বাকিদের খোঁজ চলছে। নৌকা ডুবতে দেখে পাশের একটি নৌকা এসে বেশ কয়েকজনকে উদ্ধার করলেও ৬ জন তলিয়ে যায় জলে। ঘটনাস্থলে রয়েছে বাগনান থানার বিশাল পুলিশ।
