আজকাল ওয়েবডেস্ক: উলুবেড়িয়া স্টেশনের কাছে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। জানা গেছে, বুধবার সন্ধেয় ১৭ বছরের কিশোরী উলুবেড়িয়া স্টেশনে তাঁর জামাইবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। এরপর ওই কিশোরী জামাইবাবুর থেকে খাবার নিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। অভিযোগ, অন্ধকারে ৫–৬ জন দুষ্কৃতী তার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। দুষ্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করার পর ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ। পাথরের টুকরোর আঘাতে মাথা ফেটে যায় কিশোরীর। হাত, পা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট লাগে তাঁর। ঘটনার পর আধ ঘন্টার বেশি সময় অজ্ঞান হয়ে পড়েছিল কিশোরী। জ্ঞান ফিরতে নিজেই হেঁটে বাড়ি ফেরে সে। পরিবারের লোকজনকে পুরো ঘটনাটি জানায়। এরপর তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার মেডিক্যাল পরীক্ষা করেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী। এদিকে, উলুবেড়িয়া থানা এবং উলুবেড়িয়া জিআরপি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, কলকাতায় এক পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল একদিন আগে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উলুবেড়িয়ায় ঘটল এই ঘটনা।
