আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে গুজরাটের একই পরিবারের ৭ সদস্যের নিথর দেহ উদ্ধার করল পুলিশ। ৭ জনেই আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সুরাটের সিদ্ধেশ্বর অ্যাপার্টমেন্টে। শনিবার বিকেলে ফ্ল্যাটের মধ্যে থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি, মৃত যুবকের বৃদ্ধ মা, বাবা, ও তিন নাবালক সন্তান। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে আর্থিক অনটনের কারণ উল্লেখ করেছেন মৃত যুবক মণীশ।
পুলিশ আরও জানিয়েছেন, মণীশ কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। ওই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্ত্রী, বাবা, মা ও তিন সন্তানের নিথর দেহ মেঝেতে পড়ে ছিল। পরিবারের ৬ জনকে বিষ খাইয়ে খুন করে, তারপর মণীশ আত্মহত্যা করেছে বলে অনুমান।