সামনেই মকর সংক্রান্তি। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম। তবে, কেবল বাংলা নয়। গোটা ভারত জুড়েই বিভিন্ন নামে পালিত হয় এই অনুষ্ঠান। আগামী ১৪ জানুয়ারি চলতি বছরের মকর সংক্রান্তি পালন করা হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
2
7
মকর সংক্রান্তির দিন মূলত সূর্যদেবের পুজো করা হয়। এই দিন ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে সূর্য। তাই জেনে নিন হিন্দু জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ দিনটিতে কী কী করা উচিত আর কী নয়। ছবি- এআই দ্বারা নির্মিত
3
7
আগে জেনে নিন মকর সংক্রান্তির দিন কী কী করবেন। এদিন অতি অবশ্যই সূর্যদেবের পুজো করবেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করুন পারলে। তারপর সূর্যোদয় হলে জল অর্পণ করুন সূর্যদেবকে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
7
মকর সংক্রান্তির দিন গঙ্গাস্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনার জন্মছকে সূর্য দোষ থাকে তবে এই দিন হলুদ পোশাক পরুন। ব্রাহ্মণ ভোজন করিয়ে তাঁদের নিজের সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিন। যদি আপনার গ্রহদোষ থাকে তবে খিচুড়ি খাওয়ান ব্রাহ্মণদের। ছবি- এআই দ্বারা নির্মিত
5
7
এদিন সূর্যদেবকে পুজোর সময় তিলের নাড়ু নিবেদন করুন। এছাড়া গুড় দিয়ে বানানো ক্ষীর নিবেদন করুন। এছাড়া কোনও দুঃস্থকে গুড়, তিল, শস্য দান করুন। পারলে কম্বল, পোশাকও দিন। এদিন উপোস করুন বা না করুন মিষ্টি খান। ছবি- এআই দ্বারা নির্মিত
6
7
কী কী ভুল একদম করা যাবে না এদিন? মকর সংক্রান্তিতে ভুলেও মদ্যপান করবেন না। কোনও খারাপ চিন্তা মনে আনবেন না। কেউ যদি আপনার বাড়ি আসে তাহলে তাঁকে খালি হাতে বা না খাইয়ে ফেরত পাঠাবেন না। ছবি- এআই দ্বারা নির্মিত
7
7
মকর সংক্রান্তির দিন স্নান না করে ভুলেও কিছু খাবেন না। কাউকে অপমান করে, আঘাত দিয়ে কথা বলবেন না। বাড়িতে কোনও রকম অশান্তি, ঝগড়া, ঝামেলার পরিবেশ রাখবেন না। ছবি- এআই দ্বারা নির্মিত