সবসময় শরীরী খেলায় মাততে চায় এরা! বিছানায় 'ধারালো' কোন দুই রাশি?
নিজস্ব সংবাদদাতা
৯ জানুয়ারি ২০২৬ ১৬ : ০৬
শেয়ার করুন
1
10
রাশিচক্রে বৃষ (Taurus) ও বৃশ্চিক (Scorpio) একে অপরের ঠিক বিপরীত অবস্থানে থাকা “সিস্টার সাইন”। এই বৈপরীত্য থেকেই জন্ম নেয় গভীর আকর্ষণ, টানাপোড়েন ও পরিপূরক সম্পর্ক, যেখানে একজন অন্যজনের অভাব পূরণ করে।
2
10
বৃষ ও বৃশ্চিক উভয়ই দীর্ঘমেয়াদি সম্পর্ক ও প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়; একবার সম্পর্ক গড়লে তারা অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী হয়।
3
10
এই দুই রাশির মধ্যে যৌন রসায়ন রাশিচক্রের সবচেয়ে তীব্র বলে ধরা হয়, বৃষ দেয় শারীরিক আরাম ও সংবেদনশীলতা, বৃশ্চিক যোগ করে আবেগের গভীরতা ও তীব্রতা।
4
10
বৃষ ধীর-স্থির ও বাস্তব বোধ বৃশ্চিকের আবেগপ্রবণতা ও মানসিক অস্থিরতাকে শান্ত করে, ফলে সম্পর্ক পায় ভারসাম্য।
5
10
বিপরীতে, বৃশ্চিক বৃষকে নিজের আবেগের গভীরে প্রবেশ করতে ও জীবনের সত্যিগুলো গ্রহণ করতে বলে।
6
10
দু’জনেই ‘ফিক্সড সাইন’ হওয়ায় তারা প্রবলভাবে জেদি; মতবিরোধের সময় ক্ষমতার লড়াই তৈরি হতে পারে, কারণ কেউই সহজে পিছু হটে না।
7
10
যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে—বৃষ সরাসরি ও স্পষ্ট কথা বলতে পছন্দ করে, আর বৃশ্চিক ইঙ্গিত ও নীরবতার ভাষায় কথা বলে।
8
10
উভয় রাশিতেই ঈর্ষা ও অধিকারবোধ প্রবল; বিশ্বাসের ভিত মজবুত না হলে সম্পর্ক দমবন্ধকর হয়ে উঠতে পারে।
9
10
বন্ধুত্ব ও কাজের জায়গায় তারা নির্ভরযোগ্য জুটি, বৃষ সামলায় বাস্তব ও আর্থিক দিক, বৃশ্চিক দেয় কৌশল, লক্ষ্য ও মানসিক প্রেরণা।
10
10
২০২৬ সালে বৃষের জন্য সহযোগিতা ও আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়বে, আর বৃশ্চিকের পেশাগত সাফল্য বছরের মধ্যিখানে শিখরে উঠতে পারে; অক্টোবরের 'ভেনাস রেট্রোগ্রেড' এই সম্পর্ককে আবেগগতভাবে নতুন করে চিন্তাভাবনার সুযোগ দেবে।