আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথম দিনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের ঘোষণা করেন। রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে কামাক্ষ্যা পর্যন্ত চলবে। শীঘ্রই ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই সর্বসাধারণের জন্য উপলব্ধ হয়ে যাবে ট্রেনটি। কোন কোন স্টেশনে দাঁড়াবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন তা নিয়ে জল্পনা চলছিল বেশি কিছুদিন ধরে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। বিজ্ঞপ্তির মাধ্যমে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের তালিকা প্রকাশ করল। সেই তালিকা অনুযায়ী বেশির ভাগ স্টপেজ রয়েছে বাংলাতেই।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সকাল সওয়া ৬টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত স্লিপার। প্রথম স্টপেজ ব্যান্ডেল। এরপর ট্রেনটি থামবে নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া এবং শেষ স্টেশন কামাক্ষ্যা। একই ভাবে কামাক্ষ্যা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি উপরোক্ত স্টেশনগুলিতেই দাঁড়াবে।

রেলের তরফে আরও জানানো হয়েছে, ট্রেনটি সপ্তাহে ছয় দিনই চলবে। ২৭৫৭৫ হাওড়া-কামাক্ষ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে। কামাক্ষ্যায় পৌঁছবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। ২৭৫৭৬ কামাক্ষ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন কামাক্ষ্যা থেকে ছাড়বে সকাল সওয়া ৬টায় ছাড়বে। হাওড়া পৌঁছবে পরের দিন সকাল সওয়া ৮টায়।

রেলমন্ত্রক সূত্রে খবর, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এর মধ্যে ১১টি থ্রি-টিয়ার এসি, ৪টি টু-টিয়ার এসি এবং ১টি ফার্স্ট এসি কোচ অন্তর্ভুক্ত। এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। থ্রি-টিয়ার এসিতে ৬১১ জন, টু-টিয়ার এসিতে ১৮৮ জন এবং ফার্স্ট এসিতে ২৪ জন যাত্রীর জন্য বসার আসন ও শোয়ার ব্যবস্থা থাকবে।

এই ট্রেনের সম্ভাব্য ভাড়াও জানানো হয়েছে। থ্রি-টিয়ার এসিতে খাবারসহ ভাড়া হতে পারে প্রায় ২,৩০০ টাকা। টু-টিয়ার এসির ভাড়া প্রায় ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসির ভাড়া আনুমানিক ৩,৬০০ টাকা হতে পারে। যাত্রীদের আরাম ও সুবিধার কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার ট্রেনের নকশা তৈরি করা হয়েছে।