বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে, শুক্রবার পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। বৃহস্পতিবারেই জানা গিয়েছিল, শুক্রে পথে নামবেন তিনি।
2
9
শুক্রবার দুপুরে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করেছেন তিনি। যে ছবি শহরের, ফুটে উঠছে, তাতে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পথে নামতেই কার্যত জনসমুদ্র।
3
9
মুখ্যমন্ত্রীর পাশে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু থেকে দেব, সোহম, জুন মালিয়া। হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা।
4
9
মুখ্যমন্ত্রীর সঙ্গে যাদবপুর থেকে, পা মিলিয়ে তাঁরা যাচ্ছেন হাজরার দিকে। জনসমুদ্রের মাঝে হাঁটলেন মমতা, দু'পাশেও তখন জনজোয়ার।
5
9
কাতারে কাতারে রাস্তায় ভিড় সাধারণ মানুষের। কেউ কেউ পতাকা হাতে দাঁড়িয়ে রাস্তার দু'পাশে, দলনেত্রীকে দেখার জন্য।
6
9
মিছিল শুরুর আগেই মমতা ব্যানার্জি বলেন,দিল্লির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অপমান, অসম্মান, ২ কোটি মানুষের ভোট কেটে দেওয়া হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে— তার বিরুদ্ধে রাস্তাই আমাদের রাস্তা। এটা নেতাজির কথা।
এই প্রসঙ্গে উল্লেখ্য, বৃহস্পতিবার আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তাঁর সংস্থার সল্টলেকের দপ্তরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মমতা ব্যানার্জি প্রতীকের বাড়ি এবং অফিসে পৌঁছন নিজে। ইডি'র হানাকে তিনি গতকালই 'অপরাধ' বলে উল্লেখ করেছিলেন।
9
9
ঘটনার প্রেক্ষিতে, শুক্রবার পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।