আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হল সংগ্রামী যৌথ মঞ্চের এক অনশনকারীকে। ২১৪ ঘণ্টা লাগাতার অনশন করার ফলে অসুস্থ হয়ে পড়েন নদিয়ার বাসিন্দা সৈকত চ্যাটার্জী। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩৬৮ দিনে পা দিল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ। ২০ জানুয়ারি থেকে আমরণ অনশনে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মীরা।

তিন দফা দাবি নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান, স্বচ্ছ নিয়োগ সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি নিয়ে চলছে বিক্ষোভ। নবান্ন অভিযান, ধর্মঘটের মতন একাধিক কর্মসূচি পালন করেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি সংগ্রামী যৌথ মঞ্চ। তিনজন অনশনকারীর মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানা গিয়েছে।