আজকাল ওয়েবডেস্ক: আবার ভয়াবহ কাণ্ড খাস কলকাতায়। মেট্রোর সামনে ঝাঁপ দিলেন এক যাত্রী৷ ঘটনাটি ময়দান স্টেশনে ঘটেছে। চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যাত্রী৷ এই ঘটনার জেরে কলকাতার ব্লু লাইনে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো লাইনে পরিষেবা ব্যহত হয়৷ আপাতত ভাঙা পথে মেট্রো চলছে। 

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল ৫ টা ৫৮ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ ময়দান মেট্রো স্টেশনে আপ লাইনে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই যাত্রী৷ এই ঘটনার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ এরপর শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনাকে কেন্দ্র করে আপ ও ডাউন - উভয় পরিষেবা চরম ব্যহত হয়৷ 

খবর অনুযায়ী, ময়দান স্টেশনে আত্মহত্যার চেষ্টার এই ভয়াবহ ঘটনায় সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার, অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। আপাতত তাই ভাঙা পথেই পরিষেবা চলছে। মেট্রো পাওয়া যাচ্ছে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর, আরেকদিকে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। 

উল্লেখ্য, ব্লু লাইন মেট্রো কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পরিষেবা। এককথায় 'লাইফলাইন'। বহু মানুষ অফিস বা অন্যান্য বিভিন্ন জায়গায় যাতায়াত করে মেট্রোর মাধ্যমে। তাই অফিসটাইমে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা৷