আজকাল ওয়েবডেস্ক: ১৯৪৫-২০২৫। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন আর দেখা হল না পদ্মাপারের। তার আগেই সমাপ্তি অধ্যায়ের। 

দীর্ঘ রোগভোগের পর, মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রীর। 

 

খালেদা জিয়া। জিয়াউর রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। সামলেছেন বিএনপি। বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মসনদে। মোট  দু'বার সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন খেলদা জিয়া। ১৯৯১ এবং ২০০১। একটা সময় পরে, বাঙ্গালদেশের রাজনীতির সামগ্রিক চর্চাও আবর্তিত হয়েছে তাঁকে এবং মুজিব-কন্যা শেখ হাসিনাকে ঘিরে।

 ওপার বাংলায় হাসিনা জমানা অবসানের পর থেকে, জল্পনা ছিল, আগামী নির্বাচনে ফের খালেদা জিয়ার ভোট লড়া নিয়ে। তবে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। দুর্নীতির অভিযোগে কারাবন্দী ছিলেন দীর্ঘসময়। গুরুতর অসুস্থ হওয়ার কারণে, তাঁকে এর আগে, চলতি বছরেই জানুয়ারি মাসে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। নভেম্বরমাসে ফের তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২৩ নভেম্বর তাঁকে ভর্তি করা হয় ঢাকার হাসপাতালে। এবারেও তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলেও, শেষপর্যন্ত তা সম্ভব হয়নি খালেদাজিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে। 

 

বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বিএনপি'র আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মঙ্গলবার সকাল ছ'টায় প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে এই তথ্য জানিয়েছেন খোদ খালেদা-পুত্র। এই প্রসঙ্গে উল্লেখ্য, দীর্ঘ সময় পরে, অতি সম্প্রতি বাংলাদেশে ফিরেছেন খালেদা-পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবারের সকলেই রয়েছেন ঢাকার হাসপাতালে। 

 

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। অন্যদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোকের কথা ঘোষণা করেছেন বিএনপি।