আজকাল ওয়েবডেস্ক: নতুন বছর আসতে বাকি আর মাত্র দু’দিন। ২০২৬-কে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সকলেই। বর্ষবরণের রাতে আনন্দে মেতে থাকেন শহরবাসী। সেই আনন্দে মাতোয়ারা জনগণের বর্ষবরণের পর যাতে বাড়ি ফিরতে কোনও সমস্যা না তাই অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল। সোমবার মেট্রো কৃর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর রাতে আটটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। এই সিদ্ধান্তের ফলে নতুন বছরকে আরও ভালভাবে স্বাগত জানাতে পারবেন সাধারণ মানুষ।
মেট্রো রেল কৃর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ ডিসেম্বর ৪টি আপ ও ৪টি ডাউন মেট্রো চলবে। সবক’টি বিশেষ মেট্রো কেবল ব্লু লাইনেই চলবে। এই অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে সাতটি ট্রেন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে চলবে। কেবল একটি মাত্র ট্রেন কেবল শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত চলবে।
মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর বুধবার রাত ৯টা ৪০ মিনিট, ৯টা ৫২ মিনিট, ১০টা ৫ মিনিট এবং ১০টা ১৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে মেট্রোগুলি চলবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রোগুলি ছাড়বে রাত ৯টা ৫৪ মিনিট, ১০টা ৪ মিনিট এবং রাত ১০টা ১৭ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে মেট্রোটি ছাড়বে রাত সাড়ে ১০টায়। মেট্রো রেল আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর দিনের প্রথম পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। গ্রিন, ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা অব্যাহত থাকবে।
গত বছর তিন জোড়া (আপ তিনটি, ডাউন তিনটি) অতিরিক্ত পরিষেবা দিয়েছিল কলকাতা মেট্রো। এই বছর ভিড়ের কথা মাথায় রেখে মেট্রোর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্ষবরণের রাতে ভিড় সচরাচর পার্ক স্ট্রিটমুখী হয়। অনেকেই দ্রুত গন্তব্যে পৌঁছতে এবং ভিড় এড়াতে মেট্রোয় সওয়ার হন। সে কথা মাথায় রেখেই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত বলে কলকাতা মেট্রো সূত্রে খবর।
নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরে আনন্দে মেতে ওঠে তিলোত্তমা। পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই বিপুল সংখ্যক মানুষের ভিড় সামলাতে প্রতি বছর প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। নিয়ন্ত্রণ করা যানবাহনও। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশও।
