আজকাল ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন বলেন, তিনি জানতেন এমন একটি ঘটনা ঘটবে। বহু মানুষ এমন রয়েছেন যারা আয়ারাম-গয়ারাম। কিছুদিন আগেও বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার শপথ নিয়েছিলেন নীতীশ। তবে এরপরই মত বদলায় পাল্টু কুমারের। খাড়গে বলেন, লালু এবং তেজস্বীর সঙ্গে তিনি কথা বলেছিলেন। তাঁরা দুজনেই জানান যদি নীতীশ থাকতে চায় তবে তাঁকে স্বাগত। তবে যদি তিনি চলে যেতে চান তবে তাঁকে যেতে দেওয়া হোক। লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদব আগেই নীতীশ কুমারকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সেটাই সত্যি হল। ইতিমধ্যেই নীতীশ কুমার বিহারের রাজ্যপালের কাছে তাঁর ইস্তফা দিয়েছেন। তবে এতকিছু করেও ইন্ডিয়া জোটকে ঠেকাতে পারবে না বিজেপি বলেই মনে করেন মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গত, বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। আরজেডির কাছে রয়েছে ৭৯ জন বিধায়ক, বিজেপির রয়েছে ৭৮ জন বিধায়ক। জেডিইউ-র কাছে রয়েছে ৪৫ জন বিধায়ক, কংগ্রেসের রয়েছে ১৯ জন বিধায়ক, সিপিআইএমএলের-য়ের কাছে আছে ১২ জন বিধায়ক, সিপিআইএম এবং সিপিআইয়ের রয়েছে একজন করে বিধায়ক। হিন্দুস্থানী আওয়ামী মোর্চার কাছে আছে ৪ জন বিধায়ক। এছাড়াও দুজন বিধায়ক রয়েছে নির্দলের।
প্রসঙ্গত, বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। আরজেডির কাছে রয়েছে ৭৯ জন বিধায়ক, বিজেপির রয়েছে ৭৮ জন বিধায়ক। জেডিইউ-র কাছে রয়েছে ৪৫ জন বিধায়ক, কংগ্রেসের রয়েছে ১৯ জন বিধায়ক, সিপিআইএমএলের-য়ের কাছে আছে ১২ জন বিধায়ক, সিপিআইএম এবং সিপিআইয়ের রয়েছে একজন করে বিধায়ক। হিন্দুস্থানী আওয়ামী মোর্চার কাছে আছে ৪ জন বিধায়ক। এছাড়াও দুজন বিধায়ক রয়েছে নির্দলের।
