পুজো থেকে নতুন বছর। টানা ১০০ দিন সফল নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। অনেক দিন পরে বাংলা ছবির এত ভাল ফল। উল্লসিত টিম। উদযাপনের আয়োজনে উইন্ডোজ প্রোডাকশন এমন দিনেও মিমি চক্রবর্তীর পিছনে লাগতে ছাড়লেন না আবীর চট্টোপাধ্যায়। পর্দার প্রশ্ন বাস্তবেও, তোকে ‘সনউক্তা’ বলে ডাকব না ‘সংযুক্তা’? এদিন মিমি ঝকঝকে নীল পুলওভার, ফেডেড নীল জিন্সে। আবীর নিজেকে মুড়েছিলেন কালো পোশাকে। উপরে নস্যিরঙা ব্লেজার। ছবিতেও ধরা পড়েছে তাঁদের খুনসুটি।
এদিন দুই জায়গায় উদযাপনের আয়োজন। টিমের তরফ থেকে জিনিয়া সেন আজকাল ডট ইনকে জানিয়েছেন, নজরুলতীর্থ আর অ্যাক্রোপলিসের সিনেপলিসের কেক কাটা হয়। দ্বিতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই স্মৃতি উস্কে সবাই উপস্থিত। রিজওয়ান রব্বানি, সোমরাজ মাইতি-সহ একঝাঁক টেলি তারকা। এদিন টলিউডের বাকি তারাদের নিয়ে ছবিটি আবারও দেখলেন গোটা টিম। এসেছিলেন অন্তরা-অঙ্কিতা নন্দী। আরও একবার দর্শকদের শুভেচ্ছায় ভাসলেন তাঁরা। সবার আবদারে শোনালেন ‘নাক্কু নাকুড় না যাও ঠাকুর’ গান। কথাও বলেন দর্শক-শ্রোতাদের সঙ্গে।
দর্শকদের থেকে যথারীতি উড়ে এসেছে দুটো প্রশ্ন, এক, সিক্যুয়েল কবে আসছে? উইন্ডোজ-এর পরের ছবি কী?
এবারেও উত্তরে জিনিয়া। বললেন, দর্শকদের আবদারে তাঁরা রক্তবীজ ২ আনছেন। তবে এ বছরের পুজোয় ছবিমুক্তি হবে না। কারণ, এবছর দুটো ছবি উপহার দেবে প্রযোজনা সংস্থা। সব ঠিক থাকলে এবং পরিকল্পনা সফল হলে আগামী বছর রক্তবীজ ২ দেখতে পাবেন দর্শক। এদিন দুজনের অনুপস্থিতি প্রত্যেককে ছুঁয়ে গিয়েছে। তাঁরা ভিক্তর বন্দ্যোপাধ্যায় এবং অন্যতম পরিচালক শিবপ্রসাদ। শিবু মুম্বইয়ে ‘আমার বস’ ছবির কারণে। ভিক্টর মুসৌরিতে থাকেন। ফলে, তাঁর পক্ষে আসা সম্ভব নয়। তবে তাঁর সমর্থন প্রযোজনা সংস্থার সঙ্গে রয়েছে।
এদিন দুই জায়গায় উদযাপনের আয়োজন। টিমের তরফ থেকে জিনিয়া সেন আজকাল ডট ইনকে জানিয়েছেন, নজরুলতীর্থ আর অ্যাক্রোপলিসের সিনেপলিসের কেক কাটা হয়। দ্বিতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই স্মৃতি উস্কে সবাই উপস্থিত। রিজওয়ান রব্বানি, সোমরাজ মাইতি-সহ একঝাঁক টেলি তারকা। এদিন টলিউডের বাকি তারাদের নিয়ে ছবিটি আবারও দেখলেন গোটা টিম। এসেছিলেন অন্তরা-অঙ্কিতা নন্দী। আরও একবার দর্শকদের শুভেচ্ছায় ভাসলেন তাঁরা। সবার আবদারে শোনালেন ‘নাক্কু নাকুড় না যাও ঠাকুর’ গান। কথাও বলেন দর্শক-শ্রোতাদের সঙ্গে।
দর্শকদের থেকে যথারীতি উড়ে এসেছে দুটো প্রশ্ন, এক, সিক্যুয়েল কবে আসছে? উইন্ডোজ-এর পরের ছবি কী?
এবারেও উত্তরে জিনিয়া। বললেন, দর্শকদের আবদারে তাঁরা রক্তবীজ ২ আনছেন। তবে এ বছরের পুজোয় ছবিমুক্তি হবে না। কারণ, এবছর দুটো ছবি উপহার দেবে প্রযোজনা সংস্থা। সব ঠিক থাকলে এবং পরিকল্পনা সফল হলে আগামী বছর রক্তবীজ ২ দেখতে পাবেন দর্শক। এদিন দুজনের অনুপস্থিতি প্রত্যেককে ছুঁয়ে গিয়েছে। তাঁরা ভিক্তর বন্দ্যোপাধ্যায় এবং অন্যতম পরিচালক শিবপ্রসাদ। শিবু মুম্বইয়ে ‘আমার বস’ ছবির কারণে। ভিক্টর মুসৌরিতে থাকেন। ফলে, তাঁর পক্ষে আসা সম্ভব নয়। তবে তাঁর সমর্থন প্রযোজনা সংস্থার সঙ্গে রয়েছে।
