আজকাল ওয়েবডেস্ক : মোবাইলের কানেকশানের দিক থেকে বিচার করলে ভারত বর্তমানে বিশ্বের অনেক দেশকেই পিছনে ফেলে দিয়েছে। ফোর জি-কে পিছনে ফেলে ভারত বর্তমানে ফাইভ জি-র নিয়ে কাজ করছে। তবে এখানেই থেমে থাকতে চায় না ভারত। এবার সিক্স জি-নিয়ে কাজ করবে ভারত। শুক্রবার দিল্লির একটি অনুষ্ঠান থেকে এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতে বর্তমানে ফাইভ জি প্রযুক্তি কাজ করছে। তবে এখানেই থামলে হবে না। এবার আমাদের সিক্স জি ব্যবহার করতে হবে। টু জি স্পেকট্রাম কেলেঙ্কারির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকার শুধু কেলেঙ্কারি নিয়েই চলত। তবে বিজেপির সরকার দেশের উন্নতির কাজে বিগত দিনে যেমন কাজ করছে আগামীদিনেও করবে। প্রধানমন্ত্রী বলেন, দেশে দ্রুত সিক্স জি পরিষেবা চালু করা হবে। ভারত সেবিষয়ে কাজ করছে। দেশের মোবাইল পরিষেবা আগামীদিনে আরও উন্নত হবে বলে এদিন জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ বর্তমানে স্বাধীনতার অমৃতকালের মধ্যে দিয়ে চলছে। ভারত গোটা বিশ্বকে পথ দেখিয়ে চলছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরা যে গতিতে কাজ করছে তা আগামীদিনে ভারতকে আরও উন্নত এবং শক্তিধর দেশ হিসাবে তুলে ধরবে।
