আজকাল ওয়েবডেস্ক: সোমবার রামমন্দিরের উদ্বোধন হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে হয়েছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। মঙ্গলবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। সকালের খবর অনুযায়ী, রাম লালার দর্শনের জন্য মঙ্গল সকালেই মন্দিরের সামনে লক্ষাধিক মানুষের ভিড়। অন্যদিকে অযোধ্যা থেকে ফিরে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের বাড়িতে সোলার প্যানেল স্থাপনের জন্য তিনি একটি প্রকল্পের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, "অযোধ্যা থেকে ফিরে আসার পরে আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল, আমাদের সরকার ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্য নিয়েছে।" এই প্রকল্পটির নাম "প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা।" মোদির মতে, এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর কেবল দরিদ্র এবং মধ্যবিত্তের বিদ্যুতের বিল কমাবে না, বরং ভারতকে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে।
