আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি মত মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করল ধূপগুড়ি। সরকারি বিজ্ঞপ্তিও সামনে এসেছে। সেখানে ধূপগুড়ি ভৌগলিক পরিবর্তনের বিস্তারিত জানা গিয়েছে। নতুন তৈরি হওয়া ধূপগুড়ি মহকুমায় থাকছে দুটি ব্লক- ধূপগুড়ি ও বানারহাট। এই ঘোষণার পরই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ধূপগুড়িবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

?ref_src=twsrc%5Etfw">January 19, 2024

তিনি লেখেন, "আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আজ মা, মাটি মানুষ সরকার অবশেষে ধুপগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে । উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই, ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার উদ্যোগ শুরু হয়েছিল। ১২ অক্টোবর, আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলাম যে প্রস্তাবটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে। আজ, ধূপগুড়ি আনুষ্ঠানিকভাবে মহকুমার মর্যাদা পেয়েছে।"