আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে একদিনের সিরিজ শেষ করলেও খারাপ খবর ভারতীয় শিবিরে। শনিবার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বুকের বাঁ পাঁজরে চোট পান শ্রেয়স আইয়ার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩ ওভারে এই ঘটনা ঘটে। হর্ষিত রানার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে ক্যাচ ধরেন শ্রেয়স। ভারত গুরুত্বপূর্ণ উইকেট পেলেও, চোট পান তারকা ক্রিকেটার। কিন্তু বাঁ দিকের বুক ধরে মাটিতে শুয়ে পড়েন শ্রেয়স। তারপর সতীর্থ এবং ফিজিও কমলেশ জৈনের সাহায্যে মাঠ ছাড়েন। ইনিংসের বাকি সময়টা আর মাঠে নামেননি। ৪৬.৪ ওভারে ২৩৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, 'ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বাঁ বুকের পাঁজরে চোট পেয়েছে। পরীক্ষার জন্য ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' শ্রেয়সের চোট ভারতীয় দলের জন্য বড় সেটব্যাক। দলের সহ অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ফর্মে ছিলেন তিনি। অ্যাডিলেডে ৬১ রান করেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কয়েক মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। এদিন ভারতের রান তাড়া করায় নামতে হয়নি শ্রেয়সকে। শুভমন গিল আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সমালোচকদের মুখ বন্ধ করে দেন। ১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন হিটম্যান। ৮১ বলে ৭৪ রানে অপরাজিত কোহলি। অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৯ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। জোড়া শূন্যের পর দুরন্ত প্রত্যাবর্তন কোহলির। দেখিয়ে দিলেন রোহিতও। অ্যাডিলেডে অর্ধশতরানের পর সিডনিতে শতরান। ২০২৭ বিশ্বকাপে খেলার প্রাথমিক ধাপে কি উত্তীর্ণ হলেন দুই মহাতারকা?
