'শুক্রাচার্য' অক্ষয়!

ছবি নির্মাতা প্রশান্ত বর্মা, যিনি আগে দর্শকদের পরিচয় করিয়েছিলেন সুপারহিরো সাগা ‘হানু-ম্যান’–এর সঙ্গে, এবার উন্মোচন করলেন অক্ষয় খন্নার প্রথম লুক তাঁদের আসন্ন তেলেগু ছবি ‘মহাকালী’–এর জন্য।

 

অক্ষয় খান্নাকে দেখা গেল শুক্রাচর্য–এর ভূমিকায়—অসুরদের সেই কিংবদন্তি গুরু, যিনি এবার প্রবেশ করলেন প্রশান্ত বর্মা সিনেমাটিক ইউনিভার্সে (PVCU)। অক্ষয় খন্না, যিনি হিন্দি সিনেমায় বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন, এবার প্রথমবার তেলেগু সিনেমায় হাজির হচ্ছেন। শুক্রাচর্যের চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে লম্বা রূপালি চুল-দাড়িতে, তপস্বীর পোশাক এবং দীপ্তিমান চোখ–এর মাধ্যমে। এই লুকের মধ্যেই স্পষ্ট তাঁর চরিত্রের মধ্যে যেমন রয়েছে আধ্যাত্মিক জ্যোতি, তেমন আছে প্রভাবশালী কর্তৃত্বের ঝলক।

 

'মহাকালী'র মিথোলজিক্যাল সূত্র অনুযায়ী, শুক্রাচর্য সনাতন বিদ্যার গুরু এবং মৃত্যু-সংজীবনী মন্ত্রের ধারক, যা মৃতকে ফের জীবন্ত করে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে।

 

পরিচালক পূজা কল্লুরু–এর হাত ধরে মহাকালী হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী বড় অধ্যায়, যা প্রশান্ত বর্মার হানু-ম্যান–এর জগতকে আরও বিস্তৃত করবে।

 

হৃত্বিক-সাবার চার বছরের পথচলা

 

২০২১ সালে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক রোশন। চলতি বছরে সেই সম্পর্ক পূর্ণ করল চার বছর। একে অপরের সঙ্গে যেন অবিচ্ছিন্ন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভাগাভাগি করছেন তাঁদের সম্পর্কের নানান রঙিন মুহূর্ত, যা ভক্তদের মন কেড়ে নেয়।

 

এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে, হৃতিক ও সাবা তাদের সামাজিক মাধ্যমের মাধ্যমে ভাগ করেছেন তাঁদের কিছু প্রিয় মুহূর্তের অদেখা ছবি, যা তাদের সুখী জীবনধারার এক ঝলক দেখায়। ফটো ডাম্পে ছিল— নিজস্বী, জন্মদিনের মুহূর্ত, ছুটি কাটানোর এবং ভালবাসায় ভরা সব মুহূর্ত। বেশিরভাগ ছবিতেই হৃতিক সাবাকে আঁকড়ে ধরেছেন। পোস্টের ক্যাপশনে হৃত্বিক লিখেছেন— “তোমার সঙ্গে জীবনের পথে হাঁটতে দিব্যি লাগছে... চার বছরের শুভেচ্ছা পার্টনার!”

 

চার বছরের তাঁদের এই যাত্রা প্রমাণ করছে, সত্যিকারের প্রেম কেবল সোশ্যাল মিডিয়ায় নয়, বাস্তবেও চোখে পড়ে।

 

 

এয়ার ইন্ডিয়াকে তোপ রবিনা ট্যান্ডনের!

 

বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি একটি রিপোর্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে বেসরকারি বিমান পরিষেবা সংস্থা আকাশা এয়ার যাত্রীদের কেবিনে দুইটি পোষ্য সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুমতি দিচ্ছে।

 

রবিনা টুইট (এক্স)-এ লেখেন— "একটু শেখো, এয়ার ইন্ডিয়া। কখনও কখনও পোষ্য নিয়ে যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, এবং তাঁর মতে, পোষ্যরা অনেক মানুষ-যাত্রীর তুলনায় বেশি সভ্য-ভব্য।