কোনও উৎসব বাদ দেন না জিৎ। অনুরাগীদের জন্য কিছু না কিছু উপহার তাঁর থাকবেই। মকর সংক্রান্তির দিনও তাই বাদ গেল না। এদিন বাঙালির ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন। সেটা তো সম্ভব নয়। তিনি বদলে মিষ্টি কিছুই উপহার দিলেন। শুভ দিনে প্রকাশ্যে আনলেন ছেলেকে। নামও জানালেন একরত্তির। জিতের মেয়ের নাম নবন্যা। ছেলের নাম রেখেছেন রোনভ। রোনভ নামের অর্থ সুপুরুষ। বাকি তারকাদের মতোই ছেলের মুখ দেখাননি তিনি। হাসপাতালে দ্বিতীয় সন্তানকে দেখতে গিয়েছিলেন সুপারস্টার। সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য মাথায় ক্যাপ মুখে মাস্ক পড়েছিলেন। ওই ভাবেই বুকে জড়িয়ে নিয়েছিলেন সদ্যোজাতকে। সেই ছবি এদিন ভাগ করে নিয়েছেন তিনি।
ছেলেকে প্রকাশ্যে এসে সামাজিক পাতায় জিতের বার্তা, ‘‘বিশেষ দিনের বিশেষ বার্তা। আসুন, রণভের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও আপনাদের স্বাগত জানাচ্ছে।’’ অনুরাগীদের উন্মাদনা দেখার মতো। মন্তব্য বিভাগ উপচে পড়েছে ভালবাসা, শুভেচ্ছা, আশীর্বাদে। বাবা-ছেলের মিষ্টি মুহূর্ত দেখে তাঁরা খুব খুশি। বাদ জাননি তারকা সহ-অভিনেতারাও। জিতের ছেলেকে দেখে মিমি, সৌমিতৃষাও মন্তব্য করেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
ছেলেকে প্রকাশ্যে এসে সামাজিক পাতায় জিতের বার্তা, ‘‘বিশেষ দিনের বিশেষ বার্তা। আসুন, রণভের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও আপনাদের স্বাগত জানাচ্ছে।’’ অনুরাগীদের উন্মাদনা দেখার মতো। মন্তব্য বিভাগ উপচে পড়েছে ভালবাসা, শুভেচ্ছা, আশীর্বাদে। বাবা-ছেলের মিষ্টি মুহূর্ত দেখে তাঁরা খুব খুশি। বাদ জাননি তারকা সহ-অভিনেতারাও। জিতের ছেলেকে দেখে মিমি, সৌমিতৃষাও মন্তব্য করেছেন।
View this post on Instagram
