সংবাদসংস্থা, মুম্বই: সম্প্রতি আমির কন্যা ইরা খানের বিয়ে উপলক্ষে বলিপাড়ায় বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন বলিপাড়ার তাবড় তাবড় শিল্পীরা। মেয়ে শ্বেতা নন্দার সঙ্গে হাজির ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনও। প্রায় একই সময়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। রিসেপশনে ক্যামেরাবন্দি হওয়ার সময় মেজাজ হারিয়ে ফেলেন জয়া। মেয়েকে ছেড়ে একাই এগিয়ে যান অনুষ্ঠানের ভিড়ে। ঘটনাটি একটু দূর থেকে দেখছিলেন সোনালি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা। কারও মতে, এই ঘটনা নতুন নয়। তাঁর ঔদ্ধত্য বলিউডের চেনা বিষয়। উল্টে মিডিয়াকেই নেটপাড়ায় প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সমালোচকরা- "আপনারা ওর ছবি তুলতে কেন যান?" একজন ব্যবহারকারী আবার মন্তব্য করে জানিয়েছেন, অমিতাভের সঙ্গে বিয়ে না হলে জয়াকে নাকি কেউ চিনতই না। এই সব সমালোচনার মধ্যেই উঠে এসেছে পুরনো বিতর্ক। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখাকেই মানায়!
ইরার রিসেপশনে ডিজাইনার নীল গাউনে সেজেছিলেন জয়া। কাঁচা-পাকা চুল ক্লিপ দিয়ে কিছুটা বাঁধা। কানে মুক্তো বসানো চাঁদবালি। শ্বেতা সেজেছিলেন রামধনুরঙা কাফতানে। সোনালি পরেছিলেন সাদা-সোনালি চান্দেরি এথনিক ড্রেসে।
করণ জোহরের পরিচালনায় "রকি অর রানি কি প্রেম কাহানি" ছবিতে ভিলেনের চরিত্রে বাজিমাত করেছেন জয়া বচ্চন। মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহারের জেরে অনেকেই তাঁকে কটাক্ষ করে বলছেন - ওভাবেই ভাল মানায়।
অমিতাভ এবং জয়া ৩ জুন, ১৯৭৩ -এ গাঁটছড়া বাঁধেন। মুম্বইতে জয়ার ঠাকুমার বাড়িতে একটি সাধারণ অনুষ্ঠানে বসেছিল বিয়ের আসর। দম্পতির দুই সন্তান। শ্বেতা ও অভিষেক। অমিতাভ এখনও চুটিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য হলেন জয়া। তিনি ২০০৪ সাল থেকে এই পদে অধিষ্ঠিত রয়েছেন।
ইরার রিসেপশনে ডিজাইনার নীল গাউনে সেজেছিলেন জয়া। কাঁচা-পাকা চুল ক্লিপ দিয়ে কিছুটা বাঁধা। কানে মুক্তো বসানো চাঁদবালি। শ্বেতা সেজেছিলেন রামধনুরঙা কাফতানে। সোনালি পরেছিলেন সাদা-সোনালি চান্দেরি এথনিক ড্রেসে।
করণ জোহরের পরিচালনায় "রকি অর রানি কি প্রেম কাহানি" ছবিতে ভিলেনের চরিত্রে বাজিমাত করেছেন জয়া বচ্চন। মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহারের জেরে অনেকেই তাঁকে কটাক্ষ করে বলছেন - ওভাবেই ভাল মানায়।
অমিতাভ এবং জয়া ৩ জুন, ১৯৭৩ -এ গাঁটছড়া বাঁধেন। মুম্বইতে জয়ার ঠাকুমার বাড়িতে একটি সাধারণ অনুষ্ঠানে বসেছিল বিয়ের আসর। দম্পতির দুই সন্তান। শ্বেতা ও অভিষেক। অমিতাভ এখনও চুটিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য হলেন জয়া। তিনি ২০০৪ সাল থেকে এই পদে অধিষ্ঠিত রয়েছেন।
