গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য বাবুঘাটে ভিড় করেন ভিনদেশী সাধুরা। তাঁদের আখড়াকে ঘিরে ছোট গঙ্গাসাগর মেলার চেহারা নেয় বাবুঘাট। সেই আখড়ায় জ্বালানো হয় অগ্নিকুণ্ড। অভিযোগ তা থেকেই বাতাসে ছড়িয়ে পড়ে দূষণ।