দু'দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী সিনেমা থেকে বলিউড,ওটিটি—সব জায়গাতেই নিজের অভিনয় ছাপ ফেলেছেন তামান্না ভাটিয়া। এবার তাঁর নতুন ওয়েব সিরিজ 'ডু ইউ ওয়ান পার্টনার'-এ একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে। এখানে তিনি এক মহিলার চরিত্রে, যিনি পুরুষ-শাসিত মদের ব্যবসার জগতে পা বাড়ান এক বিয়ার স্টার্টআপের উদ্যোক্তা হয়ে।
সিরিজটি মূলত এমন এক বাস্তব ছবিই তুলে ধরে, যেখানে মহিলাদের দেখা যায়, কিন্তু তাদের কথা শোনার ইচ্ছে সমাজের অনেকেরই নেই। সম্প্রতি,  দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন— “মেয়েদের দেখা পছন্দ করে সবাই, কিন্তু তাদের কথা শোনার ধৈর্য নেই। তাদের শুধু সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতেই যেন বেশি আরাম।” তিনি জানান, অনেক সময় তাঁকেও এই ধরনের সামাজিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে—
 
  “ভাল ঘরের মেয়েরা কি এসব করে?”
 
  “তুমি সুন্দর দেখতে কিন্তু নিজের মতামত কেন জানাচ্ছ?”
তামান্নার স্পষ্ট জবাব— “প্রথমেই আমি নিজেকে মানুষ হিসেবে দেখেছি, কখনও লিঙ্গভেদকে আমার পথে বাধা হতে দিইনি। শুনেছি অনেক তির্যক মন্তব্য, কিন্তু তা আমাকে থামাতে পারেনি।”
 
 যদিও বাস্তব জীবনে এই চাপ ছিল, ‘ডু ইউ ওয়ান পার্টনার’–এর সেটে কিন্তু কোনওদিন তা অনুভব করেননি অভিনেত্রী। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক আর্চিত কুমার, কোলিন ডি’কুনহা এবং প্রযোজক সোমেন মিশ্রকে— “তাঁরা আমাদের প্রতিটি দৃশ্যকে নিজের করে নেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা যখন বলেছি, একজন নারী হিসেবে এই চরিত্র এভাবে প্রতিক্রিয়া জানাতে পারে—ওই ভাবনাকে সম্মান জানানো হয়েছে।”
সমাজে নারীর অবস্থান নিয়েও বার্তা দিয়েছেন তামান্না। অভিনেত্রীর মতে, প্রত্যেক মহিলার প্রতিক্রিয়া এক নয়, আর সেখানেই পরিচালকরা সংবেদনশীলতা দেখিয়েছেন। তাঁর কথায়— “একজন মহিলাকে প্রথমে মানুষ হিসেবে দেখতে হবে। তবেই তাঁর মতামত, তাঁর কাজের মূল্যায়ন সত্যি হবে।”
২০ বছরের লম্বা অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের মন জয় করেছেন তামান্না ভাটিয়া। কিন্তু এবার তিনি শুধু অভিনয় নয়, সমাজের এক গভীর বাস্তবতা নিয়েও আলোচনার দরজা খুললেন এই সিরিজের মাধ্যমে।
