আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচে নামার প্রাক্কালে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। টি দিলীপের তত্ত্বাবধানে চলছে প্র্যাকটিস। মঙ্গলবার চলে হাই ইনটেনসিটি ফিল্ডিং ড্রিল। সরাসরি স্টাম্পে মারার প্র্যাকটিস চলে। ভারতীয় দলকে দুটো গ্রুপে ভাগ করে দেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ। বুধবার এশিয়া কাপে অভিযান শুরু ভারতের। তার আগে প্র্যাকটিসে কোনও খামতি নেই। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে টি দিলীপ বলেন, 'বোলারদের ছাড়াও আমাদের ফিল্ডার হিসেবে কয়েকটা উইকেট তুলে নিতে হবে। সেটা করতে ডায়রেক্ট উইকেটে মারা প্র্যাকটিস করতে হবে।'
অভিযান শুরু করতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে ফোকাসড ভারতীয় দল। ফিটনেসে জোর দেওয়ার কথা বলেন সূর্যকুমার যাদব। মাঠে আরও বেশি সতর্ক হওয়ার কথা বলেন সূর্য। দাবি করেন, ফিল্ডিং ম্যাচের টোন সেট করে দেয়। তিনি বলেন, 'বিশ্বকাপের আগে যদি আমরা সবচেয়ে ফিট দল হতে চাই, আমাদের ফিল্ডিংয়ে আরও বেশি করে নজর দিতে হবে। আমাদের মাঠে আরও এনার্জি দেখাতে হবে। ফিল্ডিং ইউনিটকে আরও সতর্ক হতে হবে।' গ্রুপ পর্বের পর সুপার ফোর হবে। দুই গ্রুপ থেকে সেরা দুটো দল পরের পর্বে যাবে। ভারত গ্রুপ শীর্ষে শেষ করলে, তাঁদের সবকটা ম্যাচ দুবাইয়ে হবে। দ্বিতীয় দল হিসেবে শেষ করলে, একটা ম্যাচ আবু ধাবিতে হবে, দুটো ম্যাচ দুবাইয়ে হবে। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচগুলো চলবে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল।
আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপকে তারই মহড়া হিসেবে নেওয়া হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ। পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র প্লেয়ার না থাকায়, তরুণ ম্যাচ উইনাররাই ভরসা। মেগা ইভেন্টে কাদের ইনিংস ওপেন করা উচিত, এই নিয়ে মতামত জানান সুরেশ রায়না। ভারতের প্রাক্তন তারকার পছন্দের ওপেনিং জুটি অবাক করবে। যারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে ছাপ রেখেছে, তাঁদের ওপরই ভরসা রাখছেন রায়না। যার নাম নিলেন, তিনি এশিয়া কাপের প্রাথমিক দলেই নেই। সুরেশ রায়না বলেন, 'আমার মতে যশস্বী একজন। প্রিয়াংশ আর্যকেও দেখা যেতে পারে। অভিষেক শর্মা আছে। সঞ্জু স্যামসনও আছে। কেএল রাহুল আছে। ও যখনই সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। ঋতুরাজ গায়কোয়াড়ও প্রচুর রান করেছে। তবে আমি অভিষেক শর্মাকে চাইব। শুভমন গিলও অধিনায়ক হতে পারে।' তিনি মনে করেন, যশস্বী জয়েসওয়াল, প্রিয়াংশ আর্য এবং অভিষেক শর্মার মধ্যে দু'জন ওপেন করতে পারে। তিন নম্বরে নামতে পারেন গিল।
