আজকাল ওয়েবডেস্ক:‌ এবার মিশন এশিয়া কাপ। তৈরি টিম ইন্ডিয়া। দুবাই পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। 


এটা ঘটনা, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ বুধবার। সূর্যকুমার যাদবেরা প্রস্তুতিতে ব্যস্ত। তার মধ্যে সোমবার জন্মদিন পালন করলেন ভারতীয় দলের সহ–অধিনায়ক শুভমান গিল। এ দিনই জানা গিয়েছে, তাঁর স্বপ্নের সহ–ওপেনার, প্রিয় ক্রিকেট শটের কথা। ক্রিকেটীয় ব্যস্ততা না থাকলে কী ভাবে সময় কাটান, তা–ও। ‘স্টার স্পোর্টস’–কে দেওয়া একটি সাক্ষাৎকারে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন শুভমান। কিছু উত্তর দিয়েছেন সঙ্গে সঙ্গে। আবার কয়েকটি দিয়েছেন খানিকটা ভেবে। সেটাই নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


শুভমান জানিয়েছেন, টি ২০ ক্রিকেটে তাঁর প্রিয় শট হচ্ছে পুল শট। স্বপ্নের সহ ওপেনার শচীন তেন্ডুলকার। এছাড়াও শুভমানকে প্রশ্ন করা হয়েছিল ভিডিও গেম খেলা এবং রিল তৈরি করা। এই দুটোর মধ্যে কোনটা বেশি ভাল লাগে? শুভমান জবাব দিয়েছেন ভিডিও গেম। কোন খাবার তাঁর প্রিয়?‌ গিল বলেছেন, বাটার চিকেন ও লাচ্ছা পরোটা। ক্রিকেট ছাড়া যে তিনি ফিফা ভিডিও গেম খেলায় মত্ত সেটাও জানিয়েছেন। 


কোন তিন ক্রিকেটারকে তিনি নৈশভোজে ডাকতে চান?‌ গিলের জবাব, ‘‌ভিভ রিচার্ডস, শচীন তেন্ডুলকার ও বিরাট কোহলি।’‌ এছাড়া তিনি জানিয়েছেন ঈষান কিষান বরযাত্রীতে ভাল নাচতে পারেন। গাড়ির থেকে ঘড়ি যে তাঁর কাছে প্রিয় সে কথা জানাতে ভোলেননি। ক্রিকেটারদের মধ্যে কিষানকে যেমন প্রিয় বন্ধু মানেন তেমন বলেছেন, ওয়ালেট (টাকা রাখার ব্যাগ), পরিবার এবং ফোন ছাড়া তিনি থাকতে পারবেন না। 

এদিকে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। ভারত নামবে বুধবার। সেই প্রতিযোগিতায় যে সকল আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন তাদের তালিকা সোমবার প্রকাশ্যে আনল এশীয় ক্রিকেট সংস্থা বা এসিসি। জানা গিয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচে থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ার। একজন মাঠে, একজন তৃতীয় আম্পায়ার হিসাবে। ভারত থেকে দু’জন আম্পায়ার থাকছেন এশিয়া কাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে।

 

ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান। তাঁর সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। বাংলাদেশের গাজি সোহেল থাকবেন তৃতীয় আম্পায়ার হিসাবে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।

ভারত থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বীরেন্দ্র শর্মা এবং রোহন পন্ডিত। শ্রীলঙ্কার রুচিরা ছাড়াও থাকছেন রবীন্দ্র উইমালাসিরি। আফগানিস্তানের দুই আম্পায়ার হলেন আহমেদ পাকতিন এবং ইজাতুল্লাহ সফি। পাকিস্তান থেকে দু’জন হলেন আসিফ ইয়াকুব এবং ফয়সল আফ্রিদি। দুই ম্যাচ রেফারি হলেন পাইক্রফ্ট এবং রিচি রিচার্ডসন।মঙ্গলবার আবু ধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারত নামছে পর দিন। দুবাইয়ে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।

এটা ঘটনা, জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজ় খেলেছিল ভারত। তার পর আবার এই ফরম্যাটে খেলতে চলেছে তারা। পরের বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ বলে এ বার এশিয়া কাপও টি–টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে। ভারতই গত বার এশিয়া কাপ জিতেছিল।